অতি দ্রুতই শুরু হচ্ছে কাঠামোগত উন্নয়ন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

প্রথমে ১১ দফা দাবি জানালেও পরে আরও ২ দফা বাড়িয়ে ১৩ দফা দাবি জানানো হয় বিসিবির কাছে। দুইদিন পাল্টাপাল্টি সম্মেলনের পর গতকাল রাতে বিসিবি কার্যালয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা করে মোটামুটি সব গুলা দাবি দাওয়া মেনে নেওয়া হয়। ১৩ দফা দাবির মাঝে ইতিমধ্যে ১০ দফা আমলে নিয়েছে ক্রিকেট বোর্ড বাকি ৩ দফা আলোচনার পরিপেক্ষিতে সমাধান করা হবে।

গতকাল রাতে ক্রিকেটারদের সাথে আলোচনা করে সমঝোতায় আসে দুইপক্ষ। আন্দোলনে সমঝোতা ফেরায় শনিবার থেকে মাঠে ফিরছে এনসিএলের ক্রিকেটাররা আর আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত সফরের ক্যাম্প। ১৩ দফা দাবি দাওয়ার মাঝে ক্রিকেটারদের পারিশ্রমিক বৃদ্ধির পাশাপাশি দেশের ক্রিকেটের কাঠামোতে হাত দিবেন বলে জানিয়েছেন তিনি। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বৃদ্ধিসহ পারিশ্রমিক নিয়েও কথা বলেন।

তিনি বলেন, ‘ক্রিকেটারদের যেসব দাবি ছিলো সেগুলার মাঝে প্রধান ও কনফিউশান ছিলো খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানো নিয়ে। এছাড়াও পারিশ্রমিক ও এলাউন্সের কথা বলা ছিলো এসব নিয়ে আমরা ক্রিকেটারদের সাথে আলোচনা করেছি। আমরা কাঠামোগত উন্নয়ন করতে ৬ মাস কিংবা ১ বছর সময় নিবো না ২/৩ দিনের মাঝেই কাজ শুরু করবো। আর বিষয়টা আমরা গুরুত্বের সহকারে দেখছি।’

টুর্নামেন্ট বাড়ানো কিংবা কাঠামোগত উন্নয়ন এক দিনে সম্ভব নয় তাই একটা একটা করে করতে হবে। তবে সবাইকে আমরা এ ব্যাপারে অভিহিত করেছি। পরে তিনি বলেন, ‘আজকে সবাইকে আমি জানিয়ে দিয়েছি যে আমরা এক এক করে না করে সব জায়গায় কাঠামোগত উন্নতির জন্য এক সাথে কাজ করবো। সব জায়গায় এক সাথে শুরু করবো যেন বেশি সময় না লাগে উন্নয়ন করতে। তাই তো এসব আলোচনার বাহিরেও আমরা কাঠামোগত উন্নতি নিয়ে আলোচনা করেছি।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »