অজিদের হারালেই সমস্যার সমাধান হবে না

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আর মাত্র কয়েক ঘণ্টা পরেই অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। গত বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি ভেসে গিয়েছিল বৃষ্টিতে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়েছিল একই পরিণতি। তবে এর বাইরে সিরিজের হিসেব করলে কিছুটা হতাশাই রয়েছে বাংলাদেশ দলের।

টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৯ বছরে বাংলাদেশ দল অজিদের মাটিতে এখন পর্যন্ত সিরিজ খেলেছে ১টি। ২০০৩ সালে সেই সিরিজে দলের অংশ ছিলেন মাশরাফি বিন মুর্তজা। বর্তমান দলের আর কোনো সদস্যের অভিজ্ঞতা নেই অজিদের মাটিতে সিরিজ খেলার। বিশ্বের প্রভাবশালী এই ক্রিকেট বোর্ডের এমন আচরণে হতাশা প্রকাশ করেছেন মাশরাফি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে দলপতি ম্যাশ বলেন, ‘তাদের বিপক্ষে (অস্ট্রেলিয়া) আমাদের প্রমাণ করার কিছু আছে বলে মনে হয় না। এমন বড় দলগুলোর বিপক্ষে খেলতে না পারাটা দুর্ভাগ্যজনক। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এসব দলের বিপক্ষে খেলতে পারলে অনেক কিছুই শেখা যায়। বহু বছর আগে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট খেলেছি। এতদিন ধরে একটা টেস্ট খেলুড়ে দেশের জন্য হতাশার। তবে আমি নিশ্চিত নই কালকে (আজকে) জেতার পর সব সমস্যার সমাধান হবে। দুই দেশের বোর্ড কথা বললে হয়তো হতে পারে।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »