‌লিটন‌দের নি‌য়ে আশাবাদী ওয়াইজ শাহ

শোয়েব আক্তার »

প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উদ্ভোধন ঘোষণার মধ্য দি‌য়ে হোম অব ক্রিকেট মিরপুর শের ই বাংলা ক্রি‌কেট স্টে‌ডিয়া‌মে গতকাল পর্দা উঠে‌ছে ঘ‌রোয়া ক্রি‌কে‌টের সব‌চে‌য়ে র‌ঙিন আয়োজন বি‌পিএ‌লের সপ্তম আসরের যার এবা‌রের নামকরণ করা হ‌য়ে‌ছে বঙ্গবন্ধু বি‌পিএল’। 

আগামী ১১ ডি‌সেম্বর মা‌ঠে গড়া‌বে এবা‌রের আসর।সেই লক্ষ্যে ইতোম‌ধ্যেই দলগুলোর কোচ ও বিদেশি ক্রিকেটাররা এখন ঢাকায়।রাজশাহী রয়্যালসের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ইংলিশ কোচ ওয়াইজ শাহ।

নি‌জের দল নি‌য়ে গণমাধ্য‌মে আলাপ কা‌লে ওয়াইজ শাহ বলেন, ‘দল নিয়ে আমি বেশ সন্তুষ্ট। দলে ভালো অলরাউন্ডার আছে, যা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ। টপ অর্ডারে মারকুটে ব্যাট করার মত ব্যাটসম্যান আছে- হজরতউল্লাহ জাজাই, লিটন দাস- সে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছেন রবি বোপারা, আন্দ্রে রাসেলের মত অলরাউন্ডার আছে। আমি মনে করি দলে ভারসাম্যপূর্ণ।’

রাউন্ড র‌বিন লী‌গের পর শীর্ষে থে‌কে প্লে অফ খেল‌তে চায় রাজশাহী র‌য়্যালস এমনটা ই জা‌নি‌য়ে‌ছেন কোচ ওয়াইজ শাহ।

তি‌নি বলেন, ‘এখনো তো আমরা ম্যাচ খেলিনি। পুরো দল একসাথে হোক। আগামী ২-৩ দিনে প্রস্তুত হয়ে ঠিক সময়ে আমরা ভালো খেলতে চাই। প্রতিটি ম্যাচ ধরে খেলতে হবে। মোট ১২টি ম্যাচ লিগ পর্বে, এরপর আসবে শেষ চারের পর্ব। রাউন্ড রবিন লিগে শীর্ষে থেকে শেষ করতে চাই।’

দেশি বি‌দে‌শি মি‌লি‌য়ে বেশ শক্ত দল গঠন ক‌রে‌ছে রাজশাহী রয়্যালস। দে‌শিয় ক্রি‌কেটার‌দের ম‌ধ্যে র‌য়ে‌ছেন লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালির ম‌তো তারকা ক্রি‌কেটার’রা।

অন্য‌দি‌কে বিদেশি ক্রিকেটারদের ম‌ধ্যে পা‌কিস্তা‌নের মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান,‌ শো‌য়েব মা‌লিক,ইংল্যা‌ন্ডের রবি বোপারা,আফগা‌নিস্তা‌নের হযরতউল্লাহ জাজাই ও ও‌য়েস্ট ইন্ডি‌জের আন্দ্রে রাসেল।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »