নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ( বিপিএল ) এর মালিকানা পরিবর্তন এ আর নতুন কিছু নয়। এই ঘটনা অহরহ ঘটে আসছে প্রথম বিপিএল থেকে। বিপিএলে দল বাড়া কমা এটা নিত্য দিনের ব্যাপার। তবে এবারের বিপিএলে দল বাড়াতে চায় বিপিএল গভর্নিং বডি।
বিপিএল এর সর্বশেষ ৬ষ্ঠ আসর হয়েছিলো ৭টি দল নিয়ে। তবে এবারের বিপিএলের আগে হঠাৎ করেই চিটাগাং ভাইকিংসের মালিকানা ছেড়ে দেয় ডিবিএল গ্রুপ। তাদের এই ছেড়ে দেয়ায় বিপিএল এখন ৬টি দল রয়েছে। আর তাই বিসিবি চাচ্ছে যে, এখন আরো ২টি দল বাড়াতে সেক্ষেত্রে চিটাগাং ভাইকিংসের মালিকানায় নতুন কেউ আসবে এবং আরো নতুন একটি দল চাচ্ছে বিসিবি।
বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, ” গত আসরে সাতটি টিম অংশ নিলেও এবার চাচ্ছি আটটি টিম নিয়ে করতে। মূলত আটটি টিম নিয়ে করলে শিডিউল করতে সুবিধা হয়। চিটাগাংকে ধরে রেখেছি সাথে আরেকটি দল। বিভিন্ন গ্রুপ আলাপ করলেও সকলের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিবো।”