নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সালটা ১৯৪৬, তারিখ ১৭ আগস্ট, প্রতিপক্ষ ভারত ও মাঠ ‘দ্যা ওভাল’। চলছিলো টেস্ট ম্যাচ। ইংলিশ ব্যাটসম্যান ওয়ালি হ্যামন্ড স্পর্শ করে নিয়েছিলেন এক অনন্য মাইলফলক। তার এই মাইলফলকটি ছিলো ৭ হাজার রানের। টেস্ট ক্রিকেটে ১৩১ ইনিংস খেলেই সবচেয়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার রান করার এক অনন্য রেকর্ডে নাম লেখান তিনি। যা স্থায়ী ছিলো দীর্ঘ ৭৩ বছর। তবে ৭৩ বছর পর আজ ওয়ালি হ্যামন্ডের এই রেকর্ডে ভাগ বসালেন আধুনিক টেস্ট ক্রিকেটের সম্রাট স্টিভেন স্মিথ।
ওয়ালি হ্যামন্ডের রেকর্ডটি আজ অবধি স্থায়ী ছিল। আজ যখনই স্মিথ তার টেস্ট ক্যারিয়ারে ৭ হাজার পূর্ণ করলেন, ঠিক তখনই ওয়ালির রেকর্ড চূর্ণ হয়ে গেলো। অর্থাৎ ৭৩ বছর আগে গড়া ওয়ালির সেই রেকর্ড আজি ভেঙে ফেলেছেন স্টিভ স্মিথ।
টেস্টে অস্ট্রেলিয়ান এই তারকা ব্যাটসম্যানের ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে লেগেছে ১২৬ টি ইনিংস। আর ওয়ালির লেগেছিলো ১৩১ টি ইনিংস। ওয়ালির চেয়ে ৫ ইনিংস কম খেলে ৭ হাজার রান পূর্ণ করা স্মিথ এখন টেস্ট ক্রিকেটে সবচেয়ে দ্রুততম ৭ হাজার রান করা ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে ৭ হাজার রান করা কতিপয় ব্যাটসম্যানের তালিকাঃ-
১. স্টিভ স্মিথ (অস্ট্রেলিয়া)- ১২৬ ইনিংসে এই মাইলফলক স্পর্শ করে, তালিকায় আছেন সবার উপরে।
২. ওয়ালি হ্যামন্ড (ইংল্যান্ড)- ১৩১ ইনিংসে এই রেকর্ড করেছিলেন। ৭৩ বছর ধরে এই রেকর্ড নিজের করে রেখেছিলেন তিনি।
৩. ভিরেন্দ্র শেবাগ (ভারত)- ১৩৪ ইনিংস খেলে পূর্ণ করেছিলেন ৭ হাজার রান।
তাছাড়া এই তালিকায় আরো আছেন যথাক্রমে- শচীন টেন্ডুলকার, গ্যারি সোবার্স, কুমার সাঙ্গাকারা (১৩৮), ভিরাট কোহলি (১৩৮) ও মোহাম্মদ ইউসুফ (১৩৯)।