৫০০ অসহায় পরিবারের পাশে দাঁড়ালেন সৈয়দ রাসেল

সাকিব শাওন »

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস বা কোভিড-১৯। বাংলাদেশেও পড়েছে করোনার থাবা। পুরো দেশ আছে অঘোষিত লকডাউনে। আর এই সময়টাতে সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের দিনমজুর মানুষেরা। তবে করোনা ভাইরাস মোকাবেলায় সরকারের পাশাপাশি অসহায়দের পাশে এগিয়ে আসছেন অনেক স্তরের মানুষ। তাঁরই পরিপেক্ষিতে কিছুদিন আগে এগিয়ে এসেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। ২৭ জন ক্রিকেটার একত্রিত হয়ে ৩১ লাখ টাকা দান করেন সরকারি তহবিলে। এছাড়া ব্যাক্তিগত ভাবেও অনেক ক্রিকেটার এগিয়ে আসছেন।

 

 

 

এবার সেই সুরে তাল মেলালেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৈয়দ রাসেল। সাবেক এই পেসার নিজ তহবিল থেকে দেশের এই খারাপ সময়ে ৫০০ পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নিম্ন আয় ও সুবিধাবঞ্চিত মানুষদেরকে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। এই ভয়াবহ সময়টাতে সৈয়দ রাসেল হাসি ফুটিয়েছেন ৫০০ পরিবারের প্রায় ১৫০০ মানুষের মুখে। তাঁর নিজের এলাকায় আজ এসব মানুষদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

এ ব্যাপারে সৈয়দ রাসেলের সাথে কথা হলে তিনি নিউজ ক্রিকেটকে জানান ‘এই সময়টাতে আমাদের উচিত এসব মানুষদের পাশে দাঁড়ানো। আমরা এগিয়ে না আসলে এরা ঘোর বিপদ কাটিয়ে উঠতে পারবে না। আমি আশা করছি সমাজের সকল বিত্তবানরা এদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবেন।’

বর্তমান পরিস্থিতি বিবেচনায় সৈয়দ রাসেল সকলকে নিরাপদে ও  সচেতন থাকার পরামর্শ দিয়েছেন। এছাড়া সৈয়দ রাসেল সবাইকে নিরাপদে ও বাসায় অবস্থান করতে বলেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »