নিউজ ডেস্ক »
অবশেষে সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে ৪২ লক্ষ টাকায় বিক্রি হয়েছে মাশরাফি বিন মোর্ত্তজার হাতের ব্রেসলেট। বেসরকারি নন-ব্যাংকিং প্রতিষ্ঠানের একটি অ্যাসোসিয়েশন ৪২ লক্ষ টাকা দিয়ে নিলাম থেকে এই ব্রেসলেট কিনে নিয়েছে।
দিন কয়েক আগেই মাশরাফি বিন মোর্ত্তজা নিজের সবচাইতে প্রিয় ব্রেসলেট নিলামে তোলার সিদ্ধান্ত নেন তিনি। আর নিলাম থেকে চূড়ান্তভাবে ব্রেসলেটটি বিক্রি হয়েছে ৪২ লক্ষ টাকায়। মাশরাফির এই ব্রেসলেটটি কিনে নিয়েছেন প্রাইভেট আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইনান্স। তবে অবাক করা ব্যাপার হলো মাশরাফির এই ব্রেসলেট কিনে আবার সেটা মাশরাফিকেই উপহার হিসেবে দেওয়ার ঘোষণা দিয়েছে এই প্রতিষ্ঠানটি।
ফেসবুক ভিত্তিক নিলাম প্ল্যাটফর্ম “অকশন ফর অ্যাকশন” – এর মাধ্যমে ব্রেসলেটটি নিলামে উঠানো হয় গত ১৬ই মে। আর এর ভিত্তিমূল্য নির্ধারণ করা হয় ৫ লাখ টাকা। রবিবার (১৭ মে) রাত সাড়ে ১১ টায় নিলাম শেষ হবার কথা থাকলেও শেষ পর্যন্ত এই নিলামটি চলে রাত ১২.৪৫ মিনিট পর্যন্ত।
প্রায় ১৮ বছর আগে এক বন্ধুর মামাকে দিয়ে একটি ব্রেসলেট বানান মাশরাফি। এরপর থেকেই সেই ব্রেসলেটটি নিত্যসঙ্গী হয়ে যায় মাশরাফির। বাংলাদেশের হয়ে প্রায় প্রতিটি ম্যাচেই এটি পড়ে নামতে দেখা যায় সাবেক অধিনায়ক মাশরাফিকে।
উল্লেখ্য, নিলাম থেকে আসা প্রাপ্ত অর্থের পুরোটাই ব্যয় হবে করোনা দুর্গত মানুষদের কল্যাণে।