৩৭৬ দিন পর মিরপুরের মাঠে সাকিব

সাকিব শাওন : »

কিছুদিন আগেই সাকিবের নিষেধাজ্ঞার এক বছরের সময়সীমা শেষ হয়েছে। যে কারণে দীর্ঘ ৩৭৬ দিন পরে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দেখা গিয়েছে সাকিব আল হাসানকে। নিষেধাজ্ঞা শেষে এবারই প্রথম স্টেডিয়ামে প্রবেশ করলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে ফিটনেস পরীক্ষায় অংশ নিবেন তিনি।

এর আগে ২০১৯ সালের ২৯ অক্টোবর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞা পেয়েছিলেন সাকিব। যে কারণে আর স্টেডিয়ামে প্রবেশের সুযোগ পাননি তিনি। মাঝে এক মাস অনুশীলনও করেছিলেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। অবশেষে মিরপুর স্টেডিয়ামে দেখা গেল বাংলাদেশ ক্রিকেটের এই পোস্টার বয়কে।

দিনকয়েক পরই মাঠে গড়াবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। প্রথম বারের মতো আয়োজিত হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলবে মোট পাঁচটি দল। সর্বমোট ১১৩ সদস্যের একটি ইউনিট ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকার বড় নাম সাকিব তবে তার আগে খেলোয়াড়দের পাশ করে আসতে হবে ফিটনেস পরীক্ষায়। ইতোমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটার ইয়ো ইয়ো ও বিপ টেস্ট দিয়েছেন।

মূলত ফিটনেস পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যেই মিরপুরে এসেছেন সাকিব। আজ সকাল সাড়ে ৮টায় মিরপুর স্টেডিয়ামে প্রবেশ করেন সাকিব। মুশফিকুর রহিমের সাথে একইসাথে মাঠে প্রবেশ করেছিলেন তিনি। সকাল ৯টা ৪৫ মিনিটে ব্যায়ামাগারে প্রবেশ করেন তিনি। মিরপুরের একাডেমী জিমে থেকে ১০টা ১০ মিনিটে বের হন তিনি। তবে আজই বিপ টেস্টে অংশ নিবেন না সাকিব। তিনি পরীক্ষা দিবেন মঙ্গলবার (১০ নভেম্বর)। মাঠে প্রবেশ করেই প্রথমে মিরপুরের উইকেট দেখতে যান এই ক্রিকেটার।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »