২ ম্যাচ দিয়েই আইসিসির মাসসেরা ক্রিকেটার জোসেফ

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

এখন অব্দি আন্তর্জাতিক ক্যারিয়ারে মাত্র ২টি ম্যাচই খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফ।সেটি অস্ট্রেলিয়ার বিপক্ষে লাল বলে। আর এতেই হৈ চৈ ফেলে দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ব্রিসবেনে তার রূপকথায় ২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচ জিতে ক্যারিবিয়রা। তার পুরস্কার হাতে হাতে পেলেন জোসেফ।

অজিদের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের জন্য ছিলেন আইসিসি জানুয়ারি মাসের সেরা খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায়। তার সঙ্গে ছিলেন ইংল্যান্ডের শক্তিশালী টপ অর্ডারের আনসাং হিরো ওলি পোপ ও অস্ট্রেলিয়ান পেসার জশ হ্যাজলউড।

আজ এই তালিকার চূড়ান্ত ক্রিকেটার হিসেবে এক বিজ্ঞপ্তিতে জোসেফের নাম ঘোষণা করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »