২৬ বছর পর কোন ক্যারিবিয়ানের ২০০ উইকেট শিকার!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

কার্টলি এম্ব্রসের পর টেস্টে প্রথম কোনো ক্যারিবিয়ান হিসেবে ২০০ উইকেট শিকার করলেন কেমার রোচ। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে আজ এই রেকর্ড গড়েন রোচ। ক্রিস ওকস কে শিকারের মাধ্যমে এই অর্জনে নাম লেখান রোচ। নিজের ব্যক্তিগত ৫৯ তম টেস্টে এই রেকর্ড করেন তিনি।

১৯৯৪ সালে কার্টলি এম্ব্রোস টেস্টে এই ইংল্যান্ডের বিপক্ষে গায়ানায় ২০০ উইকেটের কোটা পূর্ণ করেন। তার ঠিক ২৬ বছর পর আরেক ক্যারিবিয়ান হিসেবে কেমার রোচ ইংলিশদের বিপক্ষেই ২০০ উইকেট শিকার করলেন।
৯ম ক্যারিবিয়ান খেলোয়াড় হিসেবে টেস্টে ২০০ উইকেটের মাইলফলক অর্জন করেন রোচ। এর মধ্যে পাঁচ উইকেট শিকার করেন ৯ বার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার উপরের নামটি সাবেক বাংলাদেশী বোলিং কোচ কোর্টনি ওয়ালশের। ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নিয়ে তালিকার টপে অবস্থান করছে ওয়ালশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২০০ উইকেটের ক্লাবে যারা নাম লিখিয়েছেন তারা হলেনঃ

> কোর্টনি ওয়ালশ ৫১৯ উইকেট
> কার্টলি এম্ব্রোস ৪০৫ উইকেট
> ম্যালকম মার্শাল ৩৭৬ উইকেট
> ল্যান্স গিবস ৩০৮ উইকেট
> জোয়েল গার্নার ২৫৯ উইকেট
> মাইকেল হোল্ডিং ২৪৯ উইকেট
> গ্যারি সোবার্স ২৩৫ উইকেট
> এন্ডি রবার্টস ২০২ উইকেট
> কেমার রোচ ২০০* উইকেট

নিউজক্রিকেট২৪/এইচএএম

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »