সাকিব শাওন »
তিনটি টি-২০ এবং একটি ওডিআই ম্যাচ খেলতে এই মুহুর্তে লাহোরে অবস্থান করছে মেলবোর্ন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ১২ সদস্যের দল ঘোষণা করেছে এমসিসি যাঁর নেতৃত্বে আছেন লঙ্কান কিংবদন্তি ও বর্তমান এমসিসির প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারা।
আজকে সকালে লাহোরে এসে পৌছে এমসিসির এই দলটি বিমান বন্দরে তাঁদের অভ্যর্থনা দেন পিসিবির সিইও ওয়াসিম খাঁন। পরে তাঁরা বিকালের দিকে ঐচ্ছিক অনুশীলনও করে। অনুশীলন শেষে সংবাদ সম্মেলন ও করেন সাঙ্গাকারা। উভয় দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দিবেন বলে তিনি বিশ্বাস করেন। এছাড়া তিনি তাঁর দলকে নিয়ে বেশ আনন্দিত এবং আশবাদী।
সাঙ্গাকারা ছাড়াও এ দলে রয়েছেন রবি বোপারা,ভ্যান ডার মারউই, কিংবা ফ্রেড ক্যাসেন মতো খেলোয়াড়রা।বাকিরা রয়েছেন ইংল্যান্ড কাউন্ট্রির খেলোয়াড়। কোচের দায়িত্বে থাকবেন আজমল শেহজাদ। ১৪, ১৬, ১৭ ফেব্রুয়ারী সিরিজের তিনটি টি-২০ অনুষ্ঠিত হবে এবং একমাত্র ওডিআই অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারী।