নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
ক্রিকেট নিয়ে বর্তমান সময়ের শিশুদের অনেক আগ্রহ। এদের মধ্যে অনেকেই বেশ প্রতিভাবান। তেমনই এক কিশোরে মুগ্ধ হলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
ঘটনা অস্ট্রেলিয়ার। পার্থ স্কচার্সের ফ্যান ডে উপলক্ষে পার্থে শতাধিক বাচ্চার মিলনমেলা বসেছিলো। সেখানে পুরো মাঠে নিজেদের মতো জায়গা বানিয়ে কেউ বোলিং আবার কেউ ব্যাটিং করে নিজেদের মতো আনন্দ ভাগ করে নিয়েছেন।
এখানেই শেষ বিকেলে অনুশীলনে আসে ভারত। ড্রেসিং রুমে বসে সেই খুদে বাচ্চাদের খেলা উপভোগ করছিলেন রোহিত শর্মারা। সেখানেই এক কিশোরের বোলিং দেখে চমকে যাম ভারত অধিনায়ক।
দারুণ ইনসুইং আর আউট সুইংয়ে ব্যাটারদের লাগাতার বোকা বানাচ্ছিলেন তিনি। ১১ বছর বয়সী সেই ছেলেটির নাম দ্রুশিল চৌহান। জাতে ভারতীয় নাগরিক। পরিবারসহ থাকছে অস্ট্রেলিয়ার ব্রিসবেনে।
দ্রুশিলের বোলিং অ্যাকশনে মুগ্ধ হয়ে তাকে ডেকে পাঠান রোহিত। এরপর তাকে নিয়ে নেটে গিয়ে কয়েকটি ডেলিভারিতে ব্যাটিংও করেছেন ভারতীয় দলনেতা। অনুশীলন শেঅে দ্রুশিলকে নিজের অটোগ্রাফও দিয়েছেন রোহিত।
নেটে ব্যাটিংয়ে শেষে সেই বাচ্চাকে মজার ছলেই রোহিত প্রশ্ন করেন, ‘তুমি যদি পার্থে থাকো, তাহলে কীভাবে ভারতের হয়ে খেলবে?’ তাতে বাচ্চাটি জবাব দেয়, ‘আমি ভারতে যাবো।’ রোহিত পালটা প্রশ্ন করে বলেন, ‘তুমি ভারতে যাবে। কবে?’ খুদে বলে, ‘কবে যাবো জানি না, বাবা জানে।’