ওয়ানডের পর এবার টি-টোয়েন্টি সিরিজ জিততেও মরিয়া পাকিস্তান

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ ২-০ তে জিতে নিয়েছে পাকিস্তান। এবার ওয়ানডের পর আজ ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। লাহোরে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ঃ৩০ মিনিট।

প্রথম ওয়ানডে ম্যাচ’টি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। দ্বিতীয় ম্যাচে পাকিস্তান প্রথমে ব্যাট করে বাবর আজমের ১১৫ রানে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোর কার্ডে ৩০৫ রান যোগ করে। জবাবে ব্যাট করতে নেমে লঙ্কানরা উসমান শিনওয়ারীর বোলিং তান্ডবে ৪৬.৫ ওভারে ২৩৮ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায়। ফলে পাকিস্তান ৬৭ রানের জয় লাভ করে। শিনওয়ারী ১০ ওভারে ১ মেডেন সহ ৫১ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। ম্যাচ সেরা তিনিই হয়েছেন।

তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে। শ্রীলঙ্কার হয়ে অসাধারণ ইনিংস উপহার দেন গুনাথিলাকা, খেলেন ১৩৪ বলে ১৬ চার ও ১ ছক্কায় ১৩৩ রানের ঝলমলে এক ইনিংস। সেদিন শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আমির।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তানের দুই ওপেনার ফখর জামান ও আবিদ আলি প্রথম উইকেটে ১২৩ রানের জুটি গড়েন। পাকিস্তান দল ৪৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৯৯ রান করে জয়ের প্রান্তে পৌঁছে যায়। ওপেনার ফখর জামান ৭৬ ও আবিদ আলি ৭৪ রান করেন। লঙ্কান বোলাররা খুব একটা ফায়দা তুলতে পারেন নি, সর্বোচ্চ ২ উইকেট নেন নুয়ান প্রদীপ। বৃথা যায় গুনাথিলাকার ১৩৩ রানের ইনিংস। পাকিস্তান ৫ উইকেটের জয় লাভ করে, ম্যাচ সেরা আবিদ আলি।

ফলে ২-০ তে সিরিজ জিতে নেয় পাকিস্তান দল। আর ২ ম্যাচে ১৪৬ (১১৫+৩১) রান করে সিরিজ সেরা হওয়ার পুরষ্কার পেয়েছেন পাকি ব্যাটসম্যান বাবর আজম।

★ হেড টু হেডঃ

পাকিস্তান ও শ্রীলঙ্কা এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ১৮ বার মুখোমুখি হয়েছে। পরস্পরের মধ্যে হওয়া ১৮ ম্যাচের সর্বোচ্চ ১৩টি জয় পায় পাকিস্তান আর ৫টি জয় শ্রীলঙ্কার।

আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে শ্রীলঙ্কার ১১৭ ম্যাচে ৫৭ জয় ও ৫৯ পরাজয়, পাকিস্তানের ১৪৩ ম্যাচে ৯১ জয় ও ৫২ পরাজয়।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »