https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দল যে ছন্দে নেই সেটা এখন পুরনো কথায় রূপ নিতে যাচ্ছে! বিশ্বকাপে সেমি ফাইনালের স্বপ্ন নিয়ে গেলেও সেখান থেকে ফিরতে হয়ে টেবিলের অষ্টম স্থানে থেকে। সেই ক্ষত কিছুটা কমিয়ে আনতেই শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছিল বাংলাদেশ দল। কিন্তু ফলাফল হল উল্টো। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ হয়েছে ধবলধোলাই।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের পর আইসিসি তাদের ওয়ানডে র্যাংকিং হালনাগাদ করেছে। সিরিজের শুরুতে বাংলাদেশ দল ৯০ রেটিং পয়েন্ট নিয়ে শুরু করলেও সিরিজের শেষে সেটা এসে দাঁড়িয়েছে ৮৬তে।
লঙ্কানদের বিপক্ষে তিন ম্যাচ হারাতে ৪ পয়েন্ট খোয়াতে হয়েছে বাংলাদেশ দলকে। র্যাংকিংয়ে অবস্থান সাতে থাকলেও শ্রীলঙ্কার সাথে ব্যবধান কমে এখন দাঁড়িয়েছে মাত্র ৪ পয়েন্টে! অর্থাৎ ৮২ রেটিং পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা এখন ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তাই বাংলাদেশকে পেছনে ফেলতে পারে শ্রীলঙ্কা।