হার দিয়েই বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

আইসিসি ক্রিকেট বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারের মুখ দেখেছে বাংলাদেশ। পাকিস্তানের কাছে বাংলাদেশ হেরেছে ৯৪ রানের বড় ব্যবধানে।

পাকিস্তানের দেয়া ৩১৬ রানের লক্ষ্যে খেলতে নেমে এদিন ব্যর্থ ছিলেন দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। সৌম্য ব্যক্তিগত ২২ রানে ফিরে যাবের পর সৌম্যও ফিরেন ব্যক্তিগত ২২ রানে। মিডল অর্ডারে মুশফিকের সাথে আবারও সেই সাকিব টেনে নিয়ে যান দলকে। মুশফিক অবশ্য সুবিধা করতে পারেননি। লিটন দাসকে নিয়ে সাকিব ৫৮ রানের জুটি গড়ে দলকে কিছুটা এগিয়ে নিলেও সফল হয়নি সেই জুটি। লিটনের ৩২ রানে বিদায়ের পর সাকিবও প্যাভিলিয়নের পথ ধরেন ৭৭ বলে ৬৪ রান করে। দলের বাকি ব্যাটসম্যানরা কেবল হারের ব্যবধানই কমিয়েছেন। ইনিংসের ৩৫ বল বাকি থাকতেই শাহিন আফ্রিদির বোলিং তোপে পরে বাংলাদেশ গুটিয়ে যায় ২২১ রানে। ফলে বরণ করে নিতে হয় ৯৪ রানের বড় হার।

বল হাতে এদিন আগুন ঝরান শাহিন আফ্রিদি। ৩৫ রানের বিনিময়ে ৬ উইকেট নেন এই পেসার। এছাড়া শাদাব ২টি, আমির ১টি এবং ওয়াহাব রিয়াজ নেন ১টি করে উইকেট।

প্রথমে ব্যাট হাতে নামা পাকিস্তানের ওপেনার ফখর জামান খুব বেশি সুবিধা করতে পারেননি। দলীয় ২৩ ও ব্যক্তিগত ১৩ রানে ফখর জামানকে মিরাজের ক্যাচে পরিণত করে প্যাভিলিয়নে ফেরান সাইফউদ্দিন। তবে এরপর দুর্দান্ত জুটি গড়েন ইমাম উল হক ও বাবর আজম। দুজন মিলে ১৫৭ রানের জুটি গড়লে সেই জুটি বিচ্ছিন্ন করেন সাইফউদ্দিন দ্বিতীয়বার আঘাত হেনে। সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে থাকতে বাবর আজমকে ফেরান সাইফউদ্দিন। এদিকে তৃতীয় উইকেট জুটিতে হাফিজের সাথে মিলে আবারও ৫৭ রানের জুটি গড়ে বসেন ইমাম উল হক। ইনিংসের ৪২তম ওভারে মুস্তাফিজের বলে হিট উইকেটের শিকার হয়ে সমান শত রান করে ফিরেন ইমাম। তবে এরপরই মূলত পাকিস্তানের ব্যাটিং অর্ডারে ধস নামে। একে একে মিডল অর্ডারে থাকা হাফিজ, হারিস সোহেল ও সরফরাজের রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যাওয়ার পর। ইমাদ ওয়াসিমের ৪৩ রানের ঝড়ো ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে  ৩১৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান।

বল হাতে এদিক নিজের ওয়ানডে ক্যারিয়ারে শততম উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। সব মিলিয়ে মুস্তাফিজ ৫টি, সাইফউদ্দিন ৩টি এবং মিরাজ নেন ১টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »