হান্টার ওসমানীকে হারিয়ে এনপিএলের ফাইনালে মাস্টার ব্ল্যাস্টার্স

নিউজ ডেস্ক »

মারতি বলের বিশ্বকাপ খ্যাত নবীগঞ্জ প্রিমিয়ার লীগের (এনপিএল) প্রথম সেমিফাইনালে হান্টার এলিভেন ওসমানীকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে দ্য মাস্টার ব্ল্যাস্টার্স ক্রিকেট ক্লাব।

নবীগঞ্জ জে,কে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে টস জিতে ব্যাট করতে নেমে জামিল, বাপ্পী, আনুর দারুণ ব্যাটিংয়ে বড় শুরুর আভাস দিচ্ছিলো হান্টার এলিভেন ওসমানী। তবে শেষের দিকে মাহফুজ, স্বপন ও ইউসুফের দারুণ বোলিংয়ে ১৮.৪ ওভারে ১৫২ রানে অলআউট হয় ওসমানী। দলীয় অধিনায়ক জামিলের ব্যাট হাতে আসে সর্বোচ্চ ৪৯ রান। মাস্টার ব্ল্যাস্টার্সের হয়ে মাহফুজ মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট শিকার করেন। এছাড়া ইউসুফ তিনটি ও স্বপন দুটি উইকেট নেন।

১৫৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা মোটও ভালো হয়নি দ্য মাস্টার ব্ল্যাস্টার্সের। শুরুতেই দুই ওপেনার জামিল ও জবরুলকে হারিয়ে চাপে পড়ে তারা। তৃতীয় উইকেট জুটিতে সাগর ও হিমেল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও তাদের পার্টনারশিপটা বড় হয়নি। দলীয় ৬৪ রানে ৫ উইকেট হারিয়ে প্রায় ম্যাচ থেকেই ছিটকে গিয়েছিলো মাস্টার ব্ল্যাস্টার্স।

তবে এরপরই শুরু হয় নাহিদ ঝড়। শাকিলকে নিয়ে একের পর এক ছয় আর চারের ঝড় তুলেন এই বিধ্বংসী ব্যাটার।

 

ম্যান অব দ্য ম্যাচ নাহিদ।

শেষ ৩৮ বলে মাস্টার ব্ল্যাস্টার্সের প্রয়োজন ছিলো ৮৩ রানের। কিন্তু নাহিদের ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৩১ বলেই সে রান তুলে ফেলে ব্ল্যাস্টার্স। এর ফলে এনপিএলের প্রথম ফাইনালিস্ট হিসেবে ফাইনালে জায়গা করে নেয় দ্য মাস্টার ব্লাস্টার্স ক্রিকেট ক্লাব। মাত্র ২৪ বলে ৫২ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন নাহিদ। শাকিলও ছিলেন ৩৫ রানে অপরাজিত।

ম্যাচ সেরার পুরস্কার জিতেন নাহিদ।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »