হতাশায় ভোগছেন গৃহবন্দি মুশফিক

নিউজ ডেস্ক »

বাংলাদেশের সবচেয়ে পরিশ্রমী ক্রিকেটার হিসেবে সর্বমহলে সুনাম যোগিয়েছেন মুশফিকুর রহিম। অনুশীলনে একদিনও মিস তো নেই-ই, ঘন্টার পর ঘন্টা সেশনের জুড়ি মেলা ভার এই উইকেটরক্ষকের। তবে দীর্ঘদিন গৃহবন্দি থেকে এবার হতাশা প্রকাশ করলেন তিনি।

ম্যাচ তো দূরের কথা, মাঠে যাওয়াটাই বন্ধ সেই মুশফিকের। মহামারি ভাইরাস করোনার সংক্রমণের আশঙ্কায় গত কয়েকমাস ধরে বন্ধ রয়েছে সব ধরনের ক্রিকেট। এসময়ে অন্যদের মতো ক্রিকেটারদের অবস্থানও চার দেওয়ালে সীমাবদ্ধ। আর এই বিরক্তিকর সময়ে হতাশা গ্রাস করেছে বাংলাদেশের মিঃ ডিপেন্ডেবল খ্যাত এই ক্রিকেটারকে।

দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাতকারে এ-কথা জানান মুশফিক। ক্রিকেট বন্ধ থাকলের বয়সের চাকা থেমে নেই বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, ‘একজন ক্রিকেটার হিসেবে এটি অনেক কঠিন সময় আমার জন্য। আমার খারাপ লাগছে অনেক। আমাদের দিন দিন বয়স বাড়ছে। ৬-৮ মাস হয়েছে আমরা ক্রিকেট খেলি না। আমি জানি না কবে আন্তর্জাতিক ম্যাচে ফিরব। তবে সবার আগে সুস্থ থাকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পরিস্থিতি ভালো নেই, বিশেষ করে ঢাকার।’

তবে প্রকৃতি সৃষ্ট এই দুর্যোগকে মেনে নিতে বাধ্য মুশফিকও। জাতীয় দলের এই ক্রিকেটারের ভাষ্য, ‘এই দুর্যোগে তো কারো হাত নেই। কি হতো যদি আমি ইনজুরির কারণে দলের বাইরে থাকতাম চার-পাঁচ মাস?- বর্তমান পরিস্থিতি এভাবেই দেখতে হবে। আমাদের যতটা সম্ভব ইতিবাচকভাবে চিন্তা করতে হবে।’

নিউজক্রিকেট/ইমতিয়াজ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »