‘স্যার’ ডাক শুনতে চান না মাশরাফি

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ ক্রিকেটে সর্বস্ব উজাড় করে দিয়ে ক্যারিয়ারের অন্তিম মুহূর্তে এসে দাঁড়িয়েছেন মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট খেলায় থাকাকালীনই একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নড়াইল এক্সপ্রেস। নড়াইল-২ আসন থেকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হবার পর থেকেই জনগণের সেবায় কোনো প্রকার ছাড় দিতে নারাজ মাশরাফি। যার প্রতিফলন ঘটলো আবারও।

বুধবার (৭ আগস্ট) নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক মতবিনিময় সভায় মাশরাফি বলেন ‘সালাম, স্যালুট কিছুই চাই না আমি। আমাকে স্যার বলেও ডাকতে হবে না। গরীব মানুষের সেবা করলেই আমি সবচেয়ে বেশি খুশি হব। দারিদ্র্য মানুষের স্বাস্থ্য যেবা নিয়ে কোনো প্রকার ছিনিমি খেলা হলে সেটা মেনে নিব না আমি।’

এসময় হাসপাতালটির জন্য দশটি ফ্যান, ঔষধ রাখার জন্য বড় ফ্রিজ, টয়লেট তৈরি, ফ্রিজ মেরামত সহ অন্যান্য জিনিসের ব্যবস্থা করেন তিনি। হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগিদের খোঁজ নিতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করা নার্সদেরকেও ধন্যবাদ দেন মাশরাফি।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »