নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
সদ্য সমাপ্ত হলো ২০১৯ সালের অ্যাশেজ সিরিজ। ফলে নিজের মতো করে কিছুটা সময় কাটানোর সুযোগ মিলেছে ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ের নায়ক বেন স্টোকসের। তবে তার এই অবসর সময়ে তিনি এমন এক খবর শুনলেন যেটা শোনার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না।
সেই ১৯৮৮ সালের এক হৃদয়বিদারক ঘটনা ৩১ বছর পর স্টোকসের সামনে এলো। স্টোকস পৃথিবীর আলো দেখার ৩ বছর আগে, স্টোকসের সৎ ভাই-বোনকে খুন করেন তাদেরই বাবা! ‘দ্যা সান’ তাদের একটি প্রতিবেদনে মাধ্যমে এ বিষয়টি তুলে এনেছেন।
স্টোকসের মায়ের নাম ডেব এবং বাবার নাম ডান। তারা সাংসারিক জীবন বেশ অসুখী ছিলেন। তাদের পরিবারে সারাক্ষণ ঝগড়া বা ঝামেলা লেগেই থাকতো। আর তাই একসময় স্টোকসের মা-বাবা ডেব এবং ডান এর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে ডান জানতে পারেন, তার স্ত্রী ডেব নিউজিল্যান্ডের জেরার্ড স্টোকসের সাথে সম্পর্কে জড়ান। আর এমন তথ্য জেনেই ডান তার সন্তান ট্রেসু ও অ্যান্ড্রুকে ডেবের কাছ থেকে এক সপ্তাহের জন্য নিজের কাছে আনেন। আর সে সময়ই ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা। ডান তার সন্তান দু’জনকে হত্যা করে ফেলেন।
উল্লেখ্য, এমন নিষ্ঠুরতম ঘটনার প্রায় ৩ বছর পর ডেব ও জোয়ার্ড স্টোকসের কোল আলোকিত করে আসেন ইংল্যান্ডকে ২০১৯ বিশ্বকাপ এবং ২০১৯ সালের অ্যাশেজ সিরিজের হেডিংলি টেস্ট জেতানো বেন স্টোকস। পরবর্তীতে স্টোকসকে নিয়ে তার মা ডেব নিউজিল্যান্ড ছেড়ে ইংল্যান্ড চলে যান। তখন স্টোকসের বয়স ছিলো চার বছর।