ডেস্ক রিপোর্ট। »
করোনা সহযোগিতার জন্য নিলামে তোলা সৌম্য সরকারের একমাত্র টেস্ট সেঞ্চুরির ব্যাটটি নিলামে গত রবিবার সাড়ে ৪ লক্ষ টাকায় কিনে নেয় বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান আইপিডিসি ফাইনান্স ব্যাংক।
নিজেদের ফেসবুক একাউন্টর এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন নিলামের প্রতিষ্ঠান অকশন ফর এ্যাকশন। এসময় সবকিছু নিয়ম কানুন সেরে নাম প্রকাশে দেরী হওয়ায় ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও ব্যাটটি কেনার জন্য ধন্যবাদ জানিয়েছেন আইপিডিসি ব্যাংকের প্রতি।
এর আগে নিলামে গত রবিবার (৩’রা মে) তাসকিন আহমেদ এর শ্রীলঙ্কার বিপক্ষে হ্যাট্টিকের বল এবং সৌম্য সরকারের টেস্টের একমাত্র সেঞ্চুরির ব্যাটটি কিনে ছিলেন একসাথে সাড়ে ৮ লক্ষ টাকায়। তাসকিন আহমেদের বলটির দাম ৪ লক্ষ টাকা এবং সৌম্য সরকারের ব্যাটের মূল্য সাড়ে ৪ লক্ষ টাকা। তবে নিলামের শর্ত অনুযায়ী টাকা পরিষদের আগে ক্রেতার পরিচয় জানানো হয়না। আজ টাকা পরিশোধের পরেই বিষয়টি খোলসা করে অকশন ফর এ্যাকশন।
নিউজ ক্রিকেট২৪ / কেএমএএইচ