সোনার মুদ্রায় হবে ভারত-বাংলাদেশের ঐতিহাসিক টেস্টের টস!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

আগামী ২২-২৬ নভেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ-ভারতের মধ্যকার দিবা-রাত্রির টেস্ট। কলকাতার ঐতিহ্যবাহী স্টেডিয়াম ইডেন গার্ডেনে এ-ই টেস্ট সংগঠিত হবে। বাংলাদেশ-ভারত প্রথম দিবারাত্রি টেস্টে থাকছে নানান চমক। ম্যাচটি স্মরণীয় করে রাখতে সিএবি নিচ্ছে নানান পদক্ষেপ। দু-দেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নিশ্চয়তা না দিলেও, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার ব্যাপারে নিশ্চিত করেছেন৷ এছাড়াও নিমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কে৷

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করে নেওয়ার জন্য নেওয়া হয়েছে বর্ণাঢ্য আয়োজনের ব্যবস্থা। পাশাপাশি অতিথি প্রধানমন্ত্রীকে সম্মাননা স্মারক দেওয়ার পরিকল্পনা রয়েছে। এছাড়াও অতিথি প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আন্তর্জাতিকমানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে বানানো হচ্ছে ডিজাইনার শাড়ি। সঙ্গে থাকবে শাল। এছাড়া বাংলার ঐতিহ্য মেনে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে দেয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার।

ঐতিহাসিক এ-ই ম্যাচে নিমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের হয়ে প্রথম টেস্ট খেলা প্লেয়ারদের। এছাড়াও নিমন্ত্রণ পেয়েছেন ভারতীয় সকল কিংবদন্তি ব্যাটসম্যান ও প্রায় সব ভারতীয় অধিনায়ক। অতিথি আপ্যায়নে থাকছে রাজকীয় ব্যবস্থা।

সম্প্রতি বিসিসিআই এ-র সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই সৌরভ দিয়ে চলেছেন একেক বিশাল চমক। ইডেন টেস্ট তারই বিরাট অংশ। মূলত টেস্ট বিমুখ দর্শকদের মাঠে ফেরানোর জন্যই দিবারাত্রি টেস্ট আয়োজনের এ-ই প্রচেষ্টা। ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে, অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়ে গেছে। বিক্রির হার ও আশাতীত ভালো। কয়েক ঘণ্টাতে প্রায় সব টিকিটই বিক্রি হয়ে গেছে।

সবচেয়ে আকর্ষণীয় আরেকটি বিষয় হলো টেস্টে টস হবে সোনার মুদ্রা দিয়ে।এজন্য নামি গহনা প্রস্তুতকারক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। অতিথিদের স্মরণিকা হিসেবে দেয়া হবে রূপার মুদ্রা। ৬০টি বিশেষ টাইও তৈরি করা হচ্ছে ভিভিআইপি অতিথিদের জন্য। অনুমান করাই যায় এ-ই টেস্ট কতোটা চমকপ্রদ হতে যাচ্ছে টেস্ট ক্রিকেট ইতিহাসে। অপেক্ষা ২২নভেম্বরের।

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »