শোয়েব আক্তার »
বাংলাদেশের ক্রিড়াঙ্গনের সবচেয়ে বড় জয় এনে দিয়েছেন আকবর আলি’রা। বৃষ্টি আইনে ভারত অনুর্ধ্ব-১৯ দলকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো আইসিসি’র বড় কোন ইভেন্টের শিরোপা জেতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। স্বাভাবিক ভাবেই দেশ জুড়ে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। রাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্ব স্তরের মানুষের প্রসংশায় ভাসছে আকবর আলি’র দল।
এর আগেও বাংলাদেশ জাতীয় দল কখনও কোন বড় জয় অর্জন করলে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাঁদের সংবর্ধনার আয়োজন করা হতো। এবারও তার ব্যতিক্রম নয়। দেশের জন্য শিরোপা বয়ে আনায় টাইগার যুবাদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রাজধানীর তেজগাঁওয়ে মন্ত্রীসভার নিয়মিত বৈঠক শেষে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দলের ঐতিহাসিক জয়ে মন্ত্রীসভা তাদের অভিনন্দন জানিয়েছে। এ জয় উদযাপন করা হবে। বৈঠকে খেলোয়াড়দের গণসংবর্ধনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সঠিক দিনক্ষন দেখে সোহরওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা দেওয়া হবে।
তিনি বলেন, ‘ঐতিহাসিক জয়ে তরুন ক্রিকেটারদের আমরা অভিনন্দন জানাই। দূর্দান্ত খেলা প্রদর্শন করে ক্রিকেট পরাশক্তি ভারতকে পরাজিত করেছে তারা। বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি’র কোন বৈশ্বিক ইভেন্টে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, এ জয় আমরা উদযাপন করবো। বিজয়ী বীরদের গণসংবর্ধনা দেওয়া হবে। তারা দেশে ফিরলে ভালো সময় দেখে সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হবে। কারন, স্বাধীনতার পর এবারই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছি আমরা।’
বাংলাদেশ জাতীয় দল ও একদিন বিশ্বকাপ ট্রফি জিতবে এ প্রত্যাশা করে ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা আশা করি বাংলাদেশ জাতীয় দলও একদিন বিশ্বকাপ জিতবে। এ জয় আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে। বিশেষ করে অধিনায়ক আকবর যে ম্যাচিউরিটি দেখিয়েছে…। ছয় উইকেট পগে যাওয়ার পর আমরা ভাবিনি ম্যাচ জিততে পারি, তবুও তার নৈপুন্যে আমরা জিতেছি। অসাধারণ নেতৃত্বে সে যেভাবে দলকে বিজয়ের স্বর্ণ দুয়ারে টেনে নিয়ে গেছে তা সত্যি স্মরনীয় ঘটনা।
সড়ক পরিবহন মন্ত্রী মনে করেন, ‘গ্রাম থেকে খেলোয়াড় তুলে আনতে তৃণমূল পর্যন্ত প্রশিক্ষণ জরুরি। যুব বিশ্বকাপ জয়ের নায়ক আকবর আলি। তার বাড়ি পিছিয়ে পড়া কুড়িগ্রাম। এ দলে পঞ্চগড়ের ও খেলোয়াড় আছে। আমাদের বিকেএসপি’র তৃণমূলের প্রশিক্ষণ চমৎকার। এখানেই নতুন ক্রিকেটার তৈরি হয়।’