নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আনামুল হক বিজয় একটা সময় বাংলাদেশ দলের নিয়মিত খেলোয়াড় ছিলেন কিন্তু ২০১৫ সালের ৫ই মার্চ স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়েবিজয়ের ক্যারিয়ার হুমকিতে পড়ে যায়। এই যে দল থেকে বাদ পড়লেন আর সুযোগ পাচ্ছিলেন না। এরপর ৩ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে আবারো সুযোগ পান দলে তবে ২৮শে জুলাই ২০১৮ যে সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলে আবারো দল থেকে বাদ পড়ে যান। তবে আবারো ১ বছর পর দলে সুযোগ পান চলতি শ্রীলঙ্কা সিরিজে। তবে সুযোগ পেয়ে ব্যর্থ হন বিজয়।
আজ শুরুতে তামিম ইকবাল আউট হয়ে যান। এরপর সৌম্য সরকারের সাথে জুটি বাঁধা শুরু করেছেন। তবে ধীরে সুস্থে খেললেও শেষ রক্ষা হয়নি। রাজি তার বলে ও আভিশকা ফারনান্দোর ক্যাচে প্যাভিলিয়নে ফিরে যান আনামুল হক বিজয়। তিনি ২৪ বলে ১৪ রান করেন , ২টি চার মারেন তবে কোনো ছক্কা মারতে পারেননি। স্ট্রাইক রেট: ৫৮.৩৩।
আজকে আনামুল হক বিজয়ের কাছে অনেক বড় সুযোগ ছিলো নিজেকে আবারো প্রমাণ করার কিন্তু ব্যর্থ হলেন বিজয়। সুযোগ বারবার আসে না এখন সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন সে আবারো কি সুযোগ আসবে?