সুযোগ কাজে লাগাতে চান তাসকিন

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ার পর থেকেই ইনজুরির সাথে লড়াই করে গেছেন পেসার তাসকিন আহমেদ। কখনও সিরিজের মাঝপথে আবার কখনও সিরিজ শুরুর আগেই ইনজুরির ছোবল পড়ে তার ক্যারিয়ারে।

গত নিউজিল্যান্ড সফরের দলেও শেষ পর্যন্ত সুযোগ পাননি ইনজুরির কারণে। বিশ্বকাপের আগেও একই পরিণতি হয়েছে তার। তি কিছুটা দুর্ভাগা তাসকিন তা বলাই যায়। প্রায় দুই বছর পর সাদা পোশাকের ক্রিকেটে আবারও ডাক পড়েছে এই পেসারের। তাইতো নিজের সবটুকু দিয়ে জাতীয় দলে থিতু হবার চেষ্টায় আছেন তিনি।

তাসকিনের ভাষ্য, ‘আরও বেশি কষ্ট করে নিজেকে ফিট রাখা ও জায়গা ধরে রাখাই আমার লক্ষ্য। টেস্ট ছাড়াও সামনে অন্যান্য ফরম্যাট আছে সেগুলোতে যেন সুযোগ পাই সেই চেষ্টা থাকবে। সুযোগ পেলে শতভাগ দিয়েই সেই সুযোগ কাজে লাগানোর চেষ্টা করব। দোয়া করবেন যেন সুস্থ থেকে দেশকে ভালো কিছু দিতে পারি।’

নিজের ক্যারিয়ারে ইনজুরি সাথে লড়াই চালিয়ে যাওয়ার সময় কি বস্থা ছিল তার মানসিকতার? সেটা জানাতে গিয়ে তাসকিন বলেন, ‘খারাপ লেগেছিল অনেক। খারাপ লাগার পর মেনে নিয়েছিলাম এটা জীবনেরই অংশ। ওই চোট দুর্ঘটনার মতই ছিল। আমি বিশ্বাস করি যে পরিস্থিতি খারাপ কিংবা ভালো যেমনই হোক যদি সৎ থাকি তাহলে আল্লাহ যে প্রতিভা দিয়েছেন সেটা কাজে লাগাতে পারব।’

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »