https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন খালেদ মাহমুদ সুজন। ক্রিকেট খেলা ছেড়ে দেয়ার পর থেকেই বাংলাদেশ দলের পরতে পরতে ঘুরে বেরাচ্ছেন তিনি। কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পর মাশরাফিরা যখন ছিলেন কোচহীনভাবে তখন অন্তর্বতীকালীন কোচের ভূমিকায়ও দেখা গিয়েছিল সুজনকে। এবার স্টিভ রোডসের বিদায়ের পর আবারও ঘুরেফিরে কোচের ভূমিকায় তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ থেকে ছুট নিয়েছেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও লিটন কুমার দাস। ইনজুরিতে দলের সাথে যাওয়া হয়নি নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। ফলে তামিমের অধিনায়কত্বে দল এখন পর্যন্ত শতভাগ ব্যর্থ।
দলের এই ব্যর্থতার দায় অবশ্য তামিম দিতে চান না কোচ খালেদ মাহমুদ সুজনকে। তামিমের মতে সুজন তার সেরাটা দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের জন্য। লঙ্কানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে তামিম জানান, ‘আমাদের বর্তমান কোচ যিনি আছেন তিনি তার সেরাটা দিয়েই চেষ্টা করছেন। গতানুগতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলোর বাইরে গিয়েও চিন্তা করছেন তিনি। সাফল্য পাওয়ার জন্য সবকিছুই করতেছেন তিনি। আমরা যখন ভালো খেলতে পারি না তখন সেই দায় কোচের উপরে দেয়া ঠিক নয়। এসবের দায় কোচকে দেয়ার কোনো মানেই হয় না।‘
‘আমার মনে হয় কোচ তার সেরাট দিয়েই আমাদের জন্য সকল কিছুর ব্যবস্থা করেছেন। খেলোয়াড়দের প্রস্তুত হওয়ার জন্য সব সুযোগই দিয়েছেন তিনি। সেরাটা দিয়েছেন তিনি। তাকে দায় দেয়া মোটেও ঠিক হবে না। আমার মতে মাঠে যে এগারজন ছিলাম তারা কাজটা ঠিকমত করতে পারিনি বলেই হেরেছি।’