https://scontent.fdac27-1.fna.fbcdn.net/v/t1.0-0/p370x247/69266799_2732683093409813_4383768751321907200_n.jpg?_nc_cat=108&_nc_eui2=AeFLxhpH-COm8Z5TbXlXvNtt6uQWzyg9y0gJ9xtgUpYxbgtFyfQgV0u7Ok_W0FW05phmSTLdlxxqBrxmFyFN9AG436tQk7_IY4FVSo7BwbUxBw&_nc_oc=AQm-m00UhQR1hV_HPBXlztuLmf7-DH6XMozfZuKYOtMgbuMPGoUpk7eU5T80NfsOytk&_nc_ht=scontent.fdac27-1.fna&oh=b8dfa6a6bc076e0dd73927a994344b80&oe=5DFA1E9D »
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে নিজের প্রথম ম্যাচেই বল এবং ব্যাট দুই দিক থেকেই আলো ছড়িয়েছেন সাকিব আল হাসান। সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়েসের বিপক্ষে বল হাতে ৪ ওভার করে ১টি মেডেন সহ ১৪ রান খরচায় নিয়েছেন ১টি উইকেট।
বাংলাদেশ দল আফগানিস্তানের মধ্যকার ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হবার পর সিপিএল খেলতে ক্যারিবিয় অঞ্চলে যান সাকিব আল হাসান। অবশ্য এর আগে আমেরিকাতে ইউনিসেফের অনুষ্ঠানে বক্তব্য দেন সাকিব। বিশ্বকাপে দুর্দান্ত সময় পার করার পর এবার সিপিএলেও দেখিয়েছেন নিজের ব্যাটিং দক্ষতা।
বল হাতে ১৪ রান খরচায় ১ উইকেট নেয়ার পর বার্বাডোস বার্বাডোস ত্রিনিদাদস এর হয়ে ব্যাট হাতে করেছেন ৩৮ রান। তিন নম্বর পজিশনে ব্যাট করতে নেমে এদিন ২৫ বল মোকাবেলা করে ৩৮ রান করেন তিনি। যেখানে ৩টি চারের মারের সাথে ছিল একটি ওভার বাউন্ডারি। ইনিংসের ১২তম ওভারে শামারাহ ব্রোকসের করা বলে কার্লোস ব্র্যাথওয়েটের কাছে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন সাকিব।
উল্লেখ্য, সেন্ট কিটসের দেয়া ১৫০ রানের লক্ষ্যে এখনও ব্যাট করছে সাকিবের বার্বাডোস। শেষ খবর পাওয়া পর্যন্ত (প্রতিবেদন লেখার সময়) সাকিবের দলের প্রয়োজন ২৩ বলে ৪৪ রান। হাতে আছে ৩টি উইকেট।