নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
বর্তমান টি-টোয়েন্টি ক্রিকেটের এ যুগে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ সবচেয়ে জনপ্রিয়। আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ, সিপিএল অন্যতম তুমুল জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট। এগুলাতে খেলতে চায় অনেকে। তেমনি জনপ্রিয় এক টুর্নামেন্ট ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ( সিপিএল )। এই জনপ্রিয় টুর্ণামেন্টে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশী অলরাউন্ডার আফিফ হোসাইন।
আসিফ হোসাইন বাংলাদেশের এক তরুণ ক্রিকেটার। বাংলাদেশ জাতীয় দলে এখনো সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেননি। তবে এর আগেই সুযোগ পেয়ে গিয়েছেন অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লীগ ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগ ( সিপিএল ) এ। আগামি ৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে সিপিএল ক্রিকেট। সেখানে সেন্ট কিটস এন্ড নেভিসের হয়ে খেলার সুযোগ পেয়েছেন আফিফ হোসাইন।
সুযোগ পেলেও যাওয়া নাও হতে পারে আফিফের। বর্তমানে আফিফ বাংলাদেশ হাই পারফরম্যান্স দল ( এইচপি ) দলের বিপক্ষে শ্রীলঙ্কা ইমার্জিং দলের সিরিজে ব্যস্ত সময় পার করছে। তিন ম্যাচের যে ওয়ানডে ম্যাচ হয়েছে তাতে ভালো পারফরমেন্স করেছেন আসিফ। আর শ্রীলঙ্কার ইমার্জিং দলের বিপক্ষে বাংলাদেশের এইচপি দলের চার দিনের ম্যাচের প্রস্তুতিতে ব্যস্ত। আগামী মাসে ত্রিদেশীয় সিরিজে আফিফ সুযোগ সূত্রে পারেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে। আর ৩৫ জনের ক্যাম্পেও আছেন আসিফ। আর ত্রিদেশীয় সিরিজ শেষে সিপিএলে খেলতে যাবার সুযোগ থাকলেও সেটা হবে কিনা তা বলা যাচ্ছে না।