নিউজ ডেস্ক »
আজ রাত সাড়ে নয়টায় ফেসবুক লাইভে আসছেন ক্রিকেটার মুশফিকুর রহিম। অললাইন নিলাম প্ল্যাটফর্ম “স্পোর্টস ফর লাইফ” এর অফিসিয়াল ফেসবুক পেজে লাইভে যুক্ত হবেন মুশফিকুর। আর এই লাইভ সেশনে জানা যাবে কার হাতে উঠছে দেশের হয়ে প্রথম ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাটটা। পূর্ণাঙ্গ যাচাই-বাছাই শেষে আজ ১৫ই মে ২০২০ রাত সাড়ে নয়টায় (৯:৩০) এক লাইভ অনুষ্ঠানের মাধ্যমে “স্পোর্টস ফর লাইফ”-এর নিলামের বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আর উক্ত লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ক্রিকেটার মুশফিকুর রহিম ও আয়োজক সংস্থাগুলোর প্রতিনিধিবৃন্দ। এর আগে ৯ই মে শুরু হওয়া নিলাম চলে ১৪ই মে রাত দশটা পর্যন্ত।