নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
এনসিএলে দ্বিতীয় রাউন্ডে ঢাকার মুখোমুখি হয় চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রামে অনুষ্ঠিত হয় ম্যাচটা, ম্যাচ চলাকালীন ৪র্থ অর্থাৎ শেষ দিনে (২০ অক্টোবর) মেজাজ হারিয়ে আম্পায়ারের সাথে দুর্ব্যবহার করেন করেন রংপুরের অধিনায়ক নাসির হোসেন। একটি এলবিডব্লুর আবেদনে সাড়া না দেওয়ায় আম্পায়ারকে অকথ্য ভাষায় গালি দেন।
তবে আম্পায়াররা বিষয়টিকে সহজ ভাবে নেননি। ম্যাচ শেষে ম্যাচ রেফারির কাছে আবেদন করে ফিল্ড আম্পায়াররা। ঢাকা রংপুরের ম্যাচে ফিল্ডিং আম্পায়ারের দায়িত্বে ছিলেন আসাদুর রহমান ও আরমান। শাস্তি মোতাবেক ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয় নাসির হোসেনের।
জানা যায়, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ঢাকা ও রংপুর ম্যাচের শেষ দিন, রংপুরের লেগ স্পিনার তানভীর হায়দার ঢাকার ব্যাটসম্যান জয় রাজ শেখের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করেন। তবে সে আবেদনে সাড়া দেন নি দায়িত্ব পালনরত থাকা আম্পায়ার আসাদুর রহমান। সাড়া না পেয়ে রেগে যান নাসির হোসেন।
একই ম্যাচে রংপুরের আরেক বোলার নাজমুল হাসান অপু ও একই কান্ড ঘটিয়েছেন। ঢাকার ব্যাটসম্যান জাহিদুল হকের বিরুদ্ধে এলবিডব্লুর আবেদন করে তিনি। তবে সাড়া দেন নি আরেক ফিল্ড আম্পায়ার আলী আরমান। সাড়া না পেয়ে তিনি ও মেজাজ হারিয়ে আম্পায়ারের দুর্ব্যবহার করেন। তাই তাকে ও ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করে।