সাক্ষাৎকার দিতে বিসিবিতে রাসেল ডোমিঙ্গো

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ দলের হেড কোচ হতে সাক্ষাৎকার দিতে ঢাকায় এসেছেন সাবেক প্রোটিয়া কোচ রাসেল ডোমিঙ্গো। বুধবার সকালে ঢাকা পৌঁছেছেন তিনি। বিসিবির সাথে আলোচনা করার পর বৃহস্পতিবার (৮ আগস্ট) আবার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে তার।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর বরখাস্ত করা হয় হেড কোচ স্টিভ রোডসকে। সাথে দুই বোলিং কোচকেও বরখাস্তের পর ইতোমধ্যে নিয়োগ দেয়া হয়ে গেছে দুই বোলিং কোচকে। তবে হেড কোচের পদটি এখনও ফাঁকা থাকায় এই আসনের জন্য একজন যোগ্য গুরু খুঁজছে বিসিবি।

নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করার পর বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে অংশ নিয়েছে ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনের অধীনে। শোনা যাচ্ছিল সেপ্টেম্বরে ত্রিদেশীয় সিরিজেও থাকতে পারে ভারপ্রাপ্ত কোচ। তবে বিসবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ১০ দিনের মধ্যেই আসছে হেড কোচ।

অন্যদিকে বাংলাদেশের কোচ হয়ে পুনরায় চন্ডিকা হাথুরুসিংহে আসছে এমন গুঞ্জনও রয়েছে। শেষ পর্যন্ত সাকিব-মাশরাফিদের গুরুর আসনে কে বসেন সেটা বলে দেবে সময়ই।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »