নিউজ ডেস্ক »
মানজুরুল ইসলাম রানা তিনি শুধু বাংলাদেশের ক্রিকেটে না, নাম ছড়িয়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটেও৷ অসময়ে নিভে যাওয়া এক তারকা বলা হয় তাকে। বাংলাদেশ দলে সাকিব আল হাসান আসার আগে দলের নির্ভর যোগ্য একজন বাম হাতি স্পিনার ছিলেন। দেশের হয়ে খেলেছিলেন ৬ টেষ্ট আর ২৫ ওয়ানডে। ব্যাটিংটাও পারতেন মুটামুটি।
রানাকে নিভে যাওয়া তারা বলা হয় তার অকাল মৃত্যুতে। ২০০৭ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যখন বিশ্বকাপ খেলতে প্রস্তুতি নিচ্ছিলো ঠিক তখনি এক দূর্ঘটনায় মারা যান রানা। সে শোক বয়ে গিয়েছিলো পুরো বাংলাদেশ দলের ড্রেসিং রুমে। সম্প্রতি লাইভে আসেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও মাশরাফি বিন মুর্তজা। তারা স্মৃতিচারণ করেন ২০০৭ বিশ্বকাপের সেই মুহুর্তকে।
রানার অকাল মৃত্যু আমাদের দেশের ক্রিকেটের অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন মাশরাফি। তিনি বলেন, ‘আমাদের ক্রিকেটের জন্য অনেক বড় ক্ষতি ছিলো এটি। সে আর সাকিব যদি একসাথে থাকতো তাহলে আমরা অনেক ম্যাচ জিততাম।’
রানার এই শোককে বাংলাদেশ শক্তিতে পরিণত করেছিলো বলে জানান মাশরাফি। তিনি বলেন, ‘রানার এই ঘটনার পর আমরা অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম। হোয়েটমোর আমদের তখনকার কোচ সেও অনেক আবেগী হয়ে গিয়েছিলো। তার জানাজাও আমরা পড়তে পারিনি মারণ আমরা অনেক দূরে ছিলাম। তার জন্য হলেও আমরা ভারতকে হারাতে চেয়েছিলাম। আল্লাহর রহমতে আমরা এটি পেরেছিলাম। ভারতকে হারিয়েছি, আফ্রিকাকে হারিয়েছি। তার এই শোক আমরা শক্তিতে পরিনত করেছিলাম। আমাদের মাঝে একটা ইচ্ছা ছিলো। তার সাথে অনেক গল্প আছে আমার৷ আমরা প্রায় একসাথেই থাকতাম।’
বাংলাদেশ সময়ঃ ৩:৪৫ পিএম
নিউজক্রিকেট/আরআর