সাকিব-মুশফিকের ব্যাটে চড়ে বড় সংগ্রহ বাংলাদেশের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের দুর্দান্ত ইনিংসে ভর করে দক্ষিণ আফ্রিকাকে ৩৩১ রানের লক্ষ্য বেধে দিয়েছে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশ দল ওপেনার সৌম্য সরকারের ব্যাটে চড়ে উড়ন্ত সূচনা পায়। তামিম ইকবালের সাথে মিলে ওপেনিং জুটিতে তোলেন ৬০ রান। তামিম অবশ্য সুবিধা করতে পারেননি। ২৯ বল মোকাবেলায় বাঁহাতি এই ওপেনার ফিরে যান ব্যক্তিগত ১৬ রানে। খানিক পর ক্রিস মরিসের বলে কট বিহাইন্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন আরেক ওপেনার সৌম্যও। ৩০ বল মোকাবেলায় সৌম্যর ব্যাট থেকে আসে ৪২ রানের ঝলমলে ইনিংস। তৃতীয় উইকেট জুটিতে ১৪২ রানের বড় জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৮৪ বল মোকাবেলায় ৭৫ রান করে সাকিব ফিরেন তাহিরের বলে। এদিকে ক্যারিয়ারের ৩৪তম অর্ধশতকের ইনিংস খেলার দিন মুশফিকের ব্যাট থেকে আসে ইনিংস সর্বোচ্চ ৭৮ রান।

শেষের দিকে মাহমুদউল্লাহ ও মোসাদ্দেকের ছোট ছোট ক্যামিওতে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রানের পাহাড়সম পুঁজি পায় বাংলাদেশ দল। ওয়ানডে ফরম্যাটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস।

বল হাতে দক্ষিণ আফ্রিকার হয়ে ফেলোকায়ো ২টি, তাহির ২টি ও ক্রিস মরিস নেন ১টি উইকেট।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »