নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
আগামী ১৪’ই নভেম্বর শুরু হতে যাচ্ছে বাংলাদেশ বনাম ভারতের মধ্যকার টেস্ট সিরিজ এবং আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ। ইতিমধ্যেই ইন্দোরে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন দু’দল।
গোলাপি বলে খেলার অভিজ্ঞতা বাংলাদেশ কিংবা ভারত কারও না থাকলেও নিজেদের তৈরি করতে চেষ্টার কোন ত্রুটি নেই দল দুটির।
ভারত ভিরাট কোহলি সহ বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামলেও বাংলাদেশ শিবিরে নেই বাংলাদেশের ‘পোস্টার বয়’ খ্যাত বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিক্সিং এর প্রস্তাব গোপন রাখায় আইসিসির নিষেধাজ্ঞার কারনে খেলতে পারবেননা এই সিরিজসহ আগমী ১ বছর।
সম্প্রতি টি-২০ সিরিজে প্রথম ম্যাচ জিতলেও সিরিজ হাতছাড়া করেছে টাইগাররা। দলীয় পারফরম্যান্স সন্তোষজনক হলেও সাকিবের অভাবটা স্পষ্টই ছিলো টাইগার শিবিরে। টেস্ট সিরিজ শুরুর আগেও সেই অভাবটাই অনুভব হচ্ছে ড্রেসিং রুমে।
এ বিষয়ে দলের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন বলেন, ‘ আমরা যে সাকিবকে মিস করছি এ বিষয়ে কোন সন্দেহ নেই। তার ঘাটতি পূরন করার ক্ষমতা বাংলাদেশ দলের নেই। যদি তিনি থাকতেন মূল ভরসা হয়েই থাকতেন। দলের অনেক ঘাটতিই তিনি পূরণ করতে পারতেন। ‘
বিশ্ব ক্রিকেটে সাকিব আর হাসানের মত অলরাউন্ডারের জুড়ি মেলা ভার। তিনি একদিকে দলের সেরা ব্যাটসম্যান এবং সেরা বোলার৷ তার স্থানে দলে অন্তর্ভুক্ত করতে হবে একজন ব্যাটসম্যান ও একজন বোলার। তবুও তার অভাব পূরণ হবেনা। তার মত বুদ্ধিদীপ্ত খেলোয়াড়ের ঘাটতি পূরণ হয়না৷
তবে মোহাম্মদ মিঠুন সাকিবের অভাবে পিছনে ফিরে তাকিয়ে থাকার পক্ষে নয়৷ মিঠুন বলেন, ‘ সাকিব যেহেতু দলে নেই সেহেতু পিছনে ফিরে তাকাবার সুযোগ নেই। সাকিবকে ছাড়াই আমাদের ভালো করতে হবে। তিনি দলে নেই, তাই তাকে নিয়ে ভাবার সুযোগ নেই৷ বর্তমান দল নিয়ে ভালো করার দিকে জোর দিতে হবে।’
সাকিবের মত এই সিরিজে থাকছেননা তামিম ইকবালও। অন্তঃসত্ত্বা স্ত্রীর পাশে থাকতেই ভারত সফরের আগমুহূর্তে ছুটি নিয়েছেন তিনি। থাকছেননা মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেন সৈকত। মায়ের অসুস্থতার কথা শুনে টি-২০ সিরিজ খেলেই দেশে ফেরেন তিনি।
নিয়মিত অধিনায়ক সাকিব, সহ-অধিনায়ক তামিম ইকবালকে ছাড়াই খেলতে হবে টাইগারদের। নেতৃত্ব ভার তাই ‘লিটল মাস্টার’ খ্যাত মুমিনুলের কাঁধে৷ ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন তিনিই।