সাকিবের ভাবনায় আগে এশিয়া কাপ পরে বিশ্বকাপ

ক্রীড়া প্রতিবেদক »

এশিয়া কাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। দেশের মাটিতে বাংলাদেশ তাদের প্রস্তুতি শেষ করেছে। অদিনায়ক সাকিব আল হাসানি জানিয়েছেন আপততো এশিয়া কাপ নিয়েই ভাবছে তার দল। বিশ্বকাপ নিয়ে ভাববার সময় এখন নেই।

এশিয়া খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে শনিবার (২৬ আগস্ট) মিরপুরে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে সাকিব একথা জানান। সাকিব বলেন, ‘এখন পুরোটাই এশিয়া কাপ কেন্দ্রিক আমাদের পরিকল্পনা, প্রস্তুতি, সবকিছুই। এটা শেষ হলে যখন বিশ্বকাপের সময় আসবে, তখন আমরা বিশ্বকাপ নিয়ে চিন্তা করব। এই মুহূর্তে শুধুই এশিয়া কাপ… আর যদি আরও ছোট করে বলতে চাই, এখন শুধু আফগানিস্তান ও শ্রীলঙ্কাই আমাদের মাথায় চিন্তাতে আছে।’

এশিয়া কাপের পরই বিশ্বকাপ। সাকিব জানান এখন সব পরিকল্পনা এশিয়া কাপকে ঘিরে। এশিয়া কাপের পারফরম্যান্স দিয়ে বিশ্বকাপের প্রস্তুতি মাপতে চান না টাইগার অধিনায়ক। সাকিব বলেন, ‘দুইটা পুরো ভিন্ন টুর্নামেন্ট। হ্যাঁ, যদি এখানে আমরা ভালো করতে পারি, তাহলে আমাদের সেই আত্মবিশ্বাস দেবে যে, আমরা যদি এশিয়ার ভেতরে ভালো একটা দল হিসেবে গড়ে উঠতে পারি, তাহলে বিশ্বকাপেও আমাদের ভালো করার একটা সম্ভাবনা থাকবে। সেদিক থেকে এটা গুরুত্বপূর্ণ। তবে এমন নয় যে, এটাতে খারাপ করলে বিশ্বকাপে আমাদের সব আশা থেকে নিরাশ হয়ে যাব। আবার এটাতে ভালো করলেও যে সব আশা আরও বেড়ে যাবে, সেটাও না।’

 

আরএ/নিউজক্রিকেট২৪

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »