https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে পড়েছিলেন সাকিব। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে প্র্যাকটিস করতে পারেননি তিনি। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে সাকিবের খেলা নিয়ে সংশয়ও প্রকাশ করেছিলেন সুজন।
তবে স্ক্যান করার পর সাংবাদিকদেরকে সুজন জানান গুরুতর নয় সাকিবের ইনজুরি। ইনজুরি গুরুতর না হলেও লঙ্কানদের বিপক্ষে ম্যাচে সাকিব মাঠে নামতে পারবেন কিনা সে ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবে ম্যাচের দিন সকালে।
দেশের অনলাইন সংবাদ মধ্যম জাগোনিউজকে সুজন জানান, ‘এখনই বলা যাচ্ছে না সে খেলতে পারবে কিনা। সকালে তার অবস্থা দেখে সিদ্ধান্ত নেয়া হবে। শ্রীলঙ্কার বিপক্ষে একাদশে থাকতে পারবে কিনা সেটা সকালের আগে কিছুতেই বলা যাবে না।’
‘স্ক্যান করার পর জানা গেছে তার উরুতে ব্যথা, গ্রেড ওয়ান ইনজুরি। আপাতত বিশ্রামে থাকতে হবে বলে জানিয়ে দিয়েছে চিকিৎসকরা।’
যদি শেষ পর্যন্ত লঙ্কানদের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে না পারে তাহলে সেটা আসবে বাংলাদেশ দলের জন্য বড় এক ধাক্কা হিসেবেই।