সাকিবের বিকল্প তৈরির প্রয়াস ডোমিঙ্গো

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সম্প্রতি আইসিসি থেকে প্রাপ্ত নিষেধাজ্ঞার কারণে দল থেকে বাইরে আছেন। যেখানে সাকিবের থাকার কথা ছিলো বাংলাদেশ-ভারত সিরিজে। হলো তার উল্টো। দলের সবথেকে নির্ভরযোগ্য লোকটাই যখন নেই তখন চিন্তাটা একটু বাড়তিই থাকবে। কেননা তার রিপ্লেস দলে নেই। আদৌ আসবে কিনা সেটা সন্দিহান।

প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো ও ভাবছেন বিকল্প তৈরি রাখার৷ দুর্যোগতো কাটিয়ে উঠতে হবে তাইনা? এ ব্যাপারে তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন। সাকিব প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কেউই সাকিবকে মিস করবে। সে অসাধারন একজন ক্রিকেটার এবং বিশ্বকাপে সেরা অলরাউন্ডার ছিল। খেলোয়াড়রা তার কাছ থেকে শিখে ফলে এটি অবশ্যই আমাদের জন্য বড় একটা ক্ষতি।’

সাকিব না থাকলেও তার বিকল্প হিসেবে দলের উপর আস্থা রেখে বলেন, ‘আমরা ১৫ জনের একটা দল পেয়েছি যাদের প্রত্যেকের উপরই আমাদের আস্থা আছে। সাকিবের পরিবর্তে অবশ্যই দুইজন ভালোমানের ক্রিকেটার প্রয়োজন কিন্তু তরুণদের জন্য নিজেকে তুলে ধরারও সুযোগ এটি। আমাদের এমন অনেক ভালো ক্রিকেটার আছে যারা সাকিবের অভাব পূরণের চেষ্টা করতে পারে।’

আর পাশাপাশি সাকিবের না থাকা টাকে তেমন একটা গুরুত্ব না দিয়ে তিনি ভাবছেন সিরিজের কথা। সিরিজে ভালো করার প্রচেষ্টা করছেন। এ প্রসঙ্গ বলেন, ‘সাকিবের নিষেধাজ্ঞা ক্রিকেটে প্রভাব ফেলছে। সে ভুল করছে এবং তার মাশুল গুনছে। তার অনুপস্থিতি দলকেও প্রভাবিত করছে তবে আমাদের মানসিকতা ও নজর পুরো সিরিজে এবং আমরা নিজেদের ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুত করছি।’

 

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »