https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের সকল সদস্যের থেকে এগিয়ে রয়েছেন সাকিব আল হাসান। ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই বাংলাদেশ দলকে শতভাগ দিচ্ছেন সাকিব। দলের জয়ে অগ্রণী ভূমিকা রাখা সাকিব আফগানিস্তানের বিপক্ষে ম্যাচেও হতে পারেন বাজির ঘোড়া।
আর মাত্র কয়েক ঘণ্টা পর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আফগান অধিনায়ক গুলবদিন নাইব সাকিবকে অবশ্য করেছেন সমীহই।
নাইবের ভাষ্য, ‘সাকিব দলের জন্য যেভাবে পারফর্ম করছে সত্যিই দারুণ। তাকে কিংবা অন্য কাউকে কিভাবে থামাবো সেতার কোনো নিশ্চিত পথ নেই। এটা নির্ভর করবে নির্দিষ্ট দিনের উপর। কালকে (আজকে) নতুন দিন, সবকিছু নতুন করে শুরু করতে হবে।’
‘সাকিব শুধু এই টুর্নামেন্টেই নয় গত দুই বছর ধরেই ধারাবাহিক পারফরম্যান্স করছেন। সে বাংলাদেশের সেরা ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সে নবী-রশিদদের সাথে খেলেছে। আমরা চেষ্টা করছি জানার। কালকের (আজকের) দিনটি যদি তার হয় তাহলে আবারও ভালো করবে সে। আমাদের দিন হলে শুধু সাকিব নয় সবার জন্যই কঠিন হবে।’