সাকিব’হীন কলকাতায় পৌঁছালো বাংলাদেশ –

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

 

বিশ্বকাপে নিজেদের পরের দুই ম্যাচ খেলতে মুম্বাই থেকে কলকাতায় পৌঁছেছে টিম বাংলাদেশ।পুরো দল কলকাতায় পৌঁছালেও দলের সঙ্গে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান। মুম্বাইয়ের তাজ হোটেল থেকে বাংলাদেশ যখন বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করছে তখন দলের সঙ্গে ছিলেন সাকিব আল হাসান। পরে জানা যায়, ব্যক্তিগত গাড়ি নিয়ে আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তিনি। আর সেখান থেকে সোজা ঢাকায়।

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত বাংলাদেশের পারফরম্যান্স যথেষ্ট হতাশাজনক। যদিও কাগজে-কলমে এখনো ছিটকে পড়েনি টিম টাইগার্স, হাতে আছে ৪টি ম্যাচ। এমন অবস্থায় আগামী ২৮ অক্টোবর ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লাল-সবুজের দল।

গতকাল বিকেলে নাগাদ ইন্ডিগো বিমানে করে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পা রেখেছে বাংলাদেশ দল। সেখান থেকে কড়া নিরাপত্তা বলয়ে তাদেরকে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে কলকাতার ইডেনে নেদারল্যান্ডস ম্যাচের আগেই বাংলাদেশে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাটিংয়ে রানখরায় থাকা সাকিব মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ইনডোরে অনুশীলনও করেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »