https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আলোচনায় বসেছেন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান, বাংলাদেশ টেস্ট ও টি-২০ অধিনায়ক সাকিব আল হাসান।
আসন্ন আসগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় টি-২০ সিরিজের জন্য হেড কোচ রাসেল ডোমিঙ্গোর অধীনেই স্কোয়াডে থাকা ক্রিকেটাররা করছেন কন্ডিশনিং ক্যাম্প। ক্রিকেটারদের ফিটনেসের প্রতি বাড়তি গুরুত্ব দেয়া হচ্ছে এই ক্যাম্পে। টেস্ট ও টি-২০ সিরিজের জন্য এই ৩৫ জন থেকেই বেছে নেয়া হবে মূল স্কোয়াড।
এদিকে কন্ডিশনিং ক্যাম্পে ক্রিকেটারদের সার্বিক খোঁজ খবর ও পরিকল্পনা সম্পর্কে জানাতেই মূলত এই আলোচনায় বসেছিলেন ডোমিঙ্গো ও বোর্ড কর্তারা। আলোচনা শেষ করে সাংবাদিকদের আকরাম খান জানান, ‘ম্যানেজমেন্টে কিছুটা পরিবর্তন এসেছে। পরের মাসেই আমাদের সিরিজ আছে সেটা নিয়েই আলোচনা করেছি আমরা। কীভাবে খেলবো, কীভাবে দলের শক্তি থাকবে এসব নিয়ে আলাপ হয়েছে।’
‘আমরা মূলত পরিকল্পনা নিয়েই আলোচনা করেছি। কীভাবে উন্নতি করা যায় সেটা নিয়েই আলোচনা হয়েছে। অ্যাওয়েতে কীভাবে উন্নতি করা যায়। এদের চাহিদা কি, কতটুকু সাহায্য করতে পারবো এসব নিয়ে আলোচনা হয়েছে।’