https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
সাদারনত প্রতিটি সিরিজ বা টুর্নামেন্টের পরপরই দলের পারফরম্যান্সের গ্রাফ কেমন ছিল সেই হিসেব করে একটি রিপোর্ট প্রদান করে থাকেন দলের ম্যানেজার। তবে বাংলাদেশ দল নিজেদের বিশ্বকাপ মিশন শেষ করার এক মাস পার হয়ে গেলেও সেই রিপোর্ট দেননি দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন!
বিশ্বকাপে বাংলাদেশ দলের পারফরম্যান্স যে সুবিধাজনক ছিল না সেটা চোখে পড়েছে সবার। দলের ঘাটতি কিংবা ক্রিকেটারদের অবস্থা সম্পর্কে বিশ্লেষণ করা হয়ে থাকে যে রিপোর্টের মাধ্যমে সেটা এখনও পায়নি বোর্ড। শুধু তাই নয় শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের রিপোর্টও এখনও জমা হয়নি বোর্ডের কাছে।
দলের পারফরম্যান্সের রিপোর্ট না পাওয়ার ব্যাপার বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘বিশ্বকাপের পরই আমাদের একটা সিরিজ ছিল। যখন বোর্ড মিতিং হয়েছিল দল তখন শ্রীলঙ্কায় ছিল। খব দ্রুতই আমরা রিপোর্ট পেয়ে যাব আশা করছি। পরবর্তী বোর্ড মিতিংয়ে এ ব্যাপারে আলোচনা হবে।’