সাইফুদ্দিনের বিশ্বকাপ যাত্রা

https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমানে পেস কান্ডারীদের একজন হলেন মোহাম্মদ সাইফুদ্দিন। মূলত মোহাম্মদ সাইফুদ্দিন একজন পেস বোলিং অলরাউন্ডার। বাংলাদেশ দলে পেসারদের বোলিং অলরাউন্ডারের আক্ষেপ অনেকদিনের। প্রথমে সৌম্য সরকারকে দিয়ে এই পেস বোলিং অলরাউন্ডারের আক্ষেপ মেটাতে চাইলেও তা সম্ভব হয়নি। তবে ২০১৭ সালে বাংলাদেশ একজন পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ পায়। আর তার নাম হলো মোহাম্মদ সাইফুদ্দিন। সাইফুদ্দিনের ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয়েছে তবে এখনো টেষ্ট ক্রিকেটে অভিষেক হয়নি। মোহাম্মদ সাইফুদ্দিনের ওয়ানডে অভিষেক হয় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ই অক্টোবর ২০১৭ সালে। প্রথমদিকে এই অলরাউন্ডার বোলিংয়ে অনেক বেশি রান দিতেন। কিন্তু ধীরে ধীরে মোহাম্মদ সাইফুদ্দিন নিজেকে অনেক পরিণত করেছেন। নিজেকে লম্বা রেসের জন্য প্রস্তুত করেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। যারই ফলশ্রুতিতে মোহাম্মদ সাইফুদ্দিন বিশ্বকাপে বাংলাদেশের ১৫ সদস্যের দলে স্থান করে নিয়েছেন। এই বিশ্বকাপে সাইফুদ্দিনের ভালো খারাপেই কেটেছে।

চলুন দেখে নেয়া যাক এবারের বিশ্বকাপে মোহাম্মদ সাইফুদ্দিনের বিশ্বকাপ পারফরম্যান্স:

প্রথমে দেখে নেয়া যাক মোহাম্মদ সাইফুদ্দিনের ব্যাটিং পারফরম্যান্স:

ম্যাচ: ৭
ইনিংস: ৫
নট আউট: ২
রান: ৮৭
সর্বোচ্চ: ৫১*
গড়: ২৯.০০
স্ট্রাইক রেট: ১২০.৮৩
হাফ সেঞ্চুরি: ১
সেঞ্চুরি: ০
ডাক: ০
বাউন্ডারি: ১২
ওভার বাউন্ডারি: ১

প্রথমত ব্যাটিংয়ের কথা বলতে গেলে বলতে হয় সাইফুদ্দিনকে একেবারে নিচের দিকে ব্যাটিংয়ে নামতে হয়। অর্থাৎ ফিনিশিংয়ে নামতে হয়। আর বাংলাদেশ দলে ফিনিশিংয়ে কেউই সফল নয়। তবে সাইফুদ্দিন যে সফল তা নয় বরং শেষ দিকে সাইফুদ্দিন রান নিয়ে রান বাড়িয়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যায় কিংবা রান তাড়া করতে গিয়ে সুবিধা হয়। বিশ্বকাপে ভারতের সাথে ম্যাচে যেখানে ম্যাচ হেরে যাওয়ার শামিল সেই ম্যাচে সাইফুদ্দিন দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করে এগিয়ে নিয়ে গিয়েছেন।

এবার আসা যাক মোহাম্মদ সাইফুদ্দিনের বোলিং পারফরম্যান্সে:

ম্যাচ: ৭
ইনিংস: ৭
ওভার: ৫৮
মেইডেন: ২
রান: ৪১৭
উইকেট: ১৩
সেরা বোলিং ফিগার: ৩/৭২
গড়: ৩২.০৭
ইকোনমি: ৭.১৮
স্ট্রাইক রেট: ২৬.৭
৫ উইকেট: ০

সাইফুদ্দিন বোলিং অলরাউন্ডার হিসেবে বেশি পরিচিত। আর এবার ২-১টি ম্যাচ ব্যতীত সাইফুদ্দিন বেশ দুর্দান্ত বোলিং করেছেন। বাংলাদেশী বোলারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন ২য় অবস্থানে এবং পুরো বিশ্বকাপে এখন অবধি ১৬ তম স্থানে রয়েছে। সাইফুদ্দিনকের ক্যারিয়ার মাত্র শুরু হলো। সাইফুদ্দিন একজন লম্বা রেসের ঘোড়া। সে যদি নিজের কোয়ালিটি মেইনটেন করে এবং নিজের ফিটনেস ঠিক রেখে খেলতে পারেন তবে আরো অনেকদিন বাংলাদেশ দলকে সার্ভিস দিতে পারবে। শুভকামনা রইল মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য।

-নাসিফুল হাসান সৌমিক

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »