https://scontent.fdac4-1.fna.fbcdn.net/v/t1.0-9/36386236_2027432020601594_1928619179817041920_n.jpg?_nc_cat=104&_nc_eui2=AeFY40879vpUlXD3TvLuwunYiYPt9keMWugjnmsYPL9A2_cQ-azY1GmWWQy36LFNFzNLAU2kdDYB9vV9Qwdjt7cfxuFbw0DGkcoiJ24B4pOm6Q&_nc_ht=scontent.fdac4-1.fna&oh=926e9b4229d9f6e3ffd66fe5510e3767&oe=5D672D33 »
বাংলাদেশ দলের সবচেয়ে আলোচিত নামটি এখন সাইফউদ্দিন। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে ইচ্ছে করেই না খেলার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিভিন্ন গণমাধ্যম বাহারি রঙ মাখিয়ে প্রকাশ করছেন সাইফউদ্দিনের এই খবর।
ইনজুরি না থাকার পরও ম্যাচ ফোবিয়ায় ভুগতে থাকার ফলে অজিদের বিপক্ষে না খেলার যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা যদি সত্যি হয় তাহলে দল থেকে ছেঁটে ফেলা হতে পারে এই অলরাউন্ডারকে এটা প্রায় নিশ্চিত। যদি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়েছে তার ইনজুরির জন্য অপেক্ষা করা হবে আজ (রবিবার) পর্যন্ত।
শেষ পর্যন্ত যদি সাইফউদ্দিন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামতে না পারেন তাহলে বিকল্প হিসেবে দেশ থেকে উড়িয়ে নেয়া হবে? বাতাসে গুঞ্জন শুনা যাচ্ছিল তাসকিন নাকি ধরতে পারেন ইংল্যান্ডের বিমান। তবে আদতে তা হচ্ছে না।
দেশের অনলাইন সংবাদ মাধ্যম জাগোনিউজে প্রকাশিত এক প্রতিবেদনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর বরাত দিয়ে বলা হয়, ‘প্রশ্নই আসে না। সাইফউদ্দিন যদি আনফিট হয়ে পড়ে আর দেহ থেকে যদি কাউকে আনতেই হয় তাহলে আমরা আনবো ফরহাদ রেজাকে।এই কন্ডিশনে হয়তো ভালো বোলিংটা করতে পারবে। তাসকিন হল সেকেন্ড চয়েজ।’