সমালোচনার জবাব দিলেন তামিম তবে বাংলাদেশ হারালো দুই উইকেট

দুর্জয় দাশ গুপ্ত, সিলেট থেকে »

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের ২য় ম্যাচে এসে ৭ ম্যাচ পর ফিফটি তুলে নিতে সক্ষম হয়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল। দীর্ঘদিন ধরে ধীর গতির ব্যাটিংয়ের জন্য সমালোচিত হওয়া তামিম এই ম্যাচে এসে নিজের নামের প্রতি সুবিচার করতে পেরেছেন। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে ব্যাট চালাতে থাকা তামিম ৪২ বলে ওয়ানডে ফরম্যাটে নিজের ক্যারিয়ারের ৪৮তম ফিফটির দেখা পেয়েছেন।

কিন্তু তামিম রানে ফিরলেও স্বস্তিতে নেই বাংলাদেশ। ইতিমধ্যেই ২ উইকেট হারিয়ে ফেলেছে তারা। তামিমের সাথে ভুল বুঝাবুঝিতে শান্ত আউট হলেও লিটন রান আউটের শিকার হয়েছেন দুর্ভাগ্যক্রমে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৫ রান। তামিম ৫৬ ও মুশফিকুর রহীম ৩ রান করে ক্রিজে আছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »