সাজিদা জেসমিন »
যুবারা ছিনিয়ে এনেছে বিশ্বসেরার মুকুট,আর বড়রা ঠিক তার উল্টো। বড়দের টেস্ট সিরিজে চলছে সংকটময় মুহূর্ত। যদিওবা জাতীয় দল সবসময় বেশি গুরুত্ব পেয়ে আসছে, তবে অনুর্ধ্ব -১৯ দলটি এবার সবার বিচারে সেরা দল। পাকিস্তানের কাছে সিরিজে পরাস্ত হয়েছে জাতীয় দল। দু’দল ই দেশে ফিরছেন এখন দিনে।
দক্ষিণ আফ্রিকায় লম্বা সফর শেষে শিরোপা সাথে নিয়ে দেশে ফিরছে আকবর আলীর দল। প্রথম আন্তর্জাতিক শিরোপা নিয়ে আসছেন দেশের মাটিতে৷ আর অপর দিকে ৪ দিনের কম সময়ে টেস্ট শেষ করে দেশে ফিরছে জাতীয় দল। তবে আমগো শেষ হলেও নির্ধারিত ১২ তারিখেই দেশে ফিরবে জাতীয় দল।
১২ ফেব্রুয়ারি দেশের উদ্দেশ্যে রওনা দিবে মুমিনুল হকের নেতৃত্বাধীন জাতীয় দল। বুকের সাড়ে পাঁচটা নাগাদ জাতীয় দলকে বহনকারী ফ্লাইট বাংলাদেশে পৌঁছাবে।
তবে অধীর অপেক্ষায় সময় গুণছে সবাই, বিশ্ব দরবারে বাংলাদেশের শির উঁচু করে বিজয় মুকুট ছিনিয়ে আনা অনুর্ধ্ব -১৯ দলের জন্য৷ আর সবার আগে একই দিনে ফিরবে যুবারা। বিশ্বকাপ ট্রফি নিয়ে দেশে আসবেন বীরবেশে।
প্রথমবার ফাইনালে উঠেই জয়ের মুকুট ছিনিয়ে নিয়ে আসা যুবাদের সাফল্যে যেমন সমর্থকরা উচ্ছ্বসিত, তেমনি রাওয়ালপিন্ডিতে জাতীয় দলের অবস্থা দেখে যেন সব মুদ্রার ওপিট। যদিও বা জাতীয় দলের দেওয়া সাফল্য কম নয়, তবে এমন মুহূর্তে একটু সাফল্য ও যে আনন্দটাকে আরো দ্বিগুণ করে তুলতো।