সন্দেহজনক বোলিং অ্যাকশন ধরা পড়লো আকিল ও উইলিয়ামসনের

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

ক্রিকেট খেলায় খেলোয়াড়দের সন্দেহজনক বোলিং অ্যাকশনের ঘটনা নতুন নয়। অহরহ ঘটছে এই ঘটনা। এবার সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়লেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেইন উইলিয়ামসন ও শ্রীলঙ্কান স্পিনার আকিলা ধনঞ্জয়া।

গল টেস্টের পুরো ম্যাচ জুড়ে সর্বমোট ৩ ওভারে বোলিং করেছেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। আর তাতে তিনি ধরা পড়েছেন সন্দেহজনক বোলিং অ্যাকশনে। তবে তিনি একা নন পুরো ম্যাচে ৬২ ওভার ও ৩ উইকেট নিয়ে উইলিয়ামসনের সঙ্গী হয়েছেন আকিলা ধনঞ্জয়া। আকিলাও সন্দেহজনক বোলিং অ্যাকশনে ধরা পড়েছেন।

গতবছর একবার সন্দেহজনক বোলিং অ্যাকশনের জন্য ধরা পড়েছিলেন আকিলা ধনঞ্জয়া। এইঘটনার জন্য নিষিদ্ধ হয়েছিলেন লংকান এই স্পিনার। বোলিং অ্যাকশন ঠিক করে মাঠে এবার আবার ধরা পড়লেন। আকিলার মুল অস্ত্র বোলিং। উইলিয়ামসনের মূল অস্ত্র ব্যাটিং। তাই উইলিয়ামসনের দুশ্চিন্তা না থাকলেও চিন্তার ভাঁজ আছে আকিলা ধনঞ্জয়ার কপালে। ২০১৪ সালে একবার কেইন উইলিয়ামসন অবৈধ বোলিং অ্যাকশনের জন্য বোলিং থেকে নিষিদ্ধ হয়েছিলেন।

ম্যাচ অফিশিয়ালরা আইসিসিকে এই রিপোর্ট জানিয়েছে। আর তাদের এই রিপোর্টের উপর ভিত্তি করে আইসিসি দুই দলকে এই খবর জানিয়েছে। ১৪ দিন ১ সেপ্টেম্বরের মধ্যে দুইজনকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার ফল‌ আসার আগ পর্যন্ত দুইজন আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »