শোয়েব আক্তার »
টি-২০ র্যাঙ্কিং এ ব্যাটিং ও বোলিং র্যাঙ্কিং এ উন্নতি করেছেন জাতীয় দলের তারকা ব্যাটসম্যান তামিম ইকবাল ও আল-আমিন হোসেন। সদ্য সমাপ্ত ভারত-নিউজিল্যান্ড ও বাংলাদেশ পাকিস্তান সিরিজ শেষের পর র্যাঙ্কিং হালনাগাদ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।
২-০ ব্যবধানে পাকিস্তান সিরিজ হারলেও ব্যাট হাতে ভালো রান করেছেন তামিম ইকবাল। দুই ম্যাচে তামিম করেন ১০৪ রান। ভালো ব্যাটিং করার প্রভাব তার র্যাঙ্কিং এর উপর পড়েছে। ১১ ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন বাঁহাতি ওপেনার। অন্যদিকে সিরিজে দুই ম্যাচে মাত্র এক উইকেট পেলেও নিয়ন্ত্রিত বোলিং এর কারণে ২৫ ধাপ এগিয়ে বোলার র্যাঙ্কিং এ ৫২তম অবস্থানে উঠে এসেছেন আল-আমিন হোসেন।
বাংলাদেশের মধ্যে সবচেয়ে শীর্ষে রয়েছেন টাইগার টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং র্যাঙ্কিং এ তিনি ২৯ তম অবস্থানে রয়েছেন। এরপর মোহাম্মদ নাঈম ৪৪, লিটন দাস ৪৭, সৌম্য সরকার ৫৩ ও মুশফিকুর রহিম ৫৬ তম স্থানে অবস্থান করছেন। বোলিং এ বাংলাদেশিদের মধ্যে শীর্ষে রয়েছেন মুস্তাফিজুর রহমান। ৪০ তম স্থানে অবস্থান করছেন এ বাঁহাতি পেসার। ৯৭ তম স্থানে রয়েছেন শফিউল ইসলাম। অলরাউন্ডার র্যাঙ্কিং এ ৮ এ রয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
এছাড়া বোরবার শেষ হওয়া ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজে দূর্দান্ত ব্যাট করায় র্যাঙ্কিং এ বড় লাফ দিয়েছেন ভারতের লোকেশ রাহুল। ৫ ম্যাচে ৫৬ গড়ে ২২৪ রান করে সিরিজ সেরা হওয়া লোকেশ রাহুল চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। তাকে জায়গা করে দিতে একধাপ করে নিচে নেমে যেতে হয়েছে যথাক্রমে অ্যারন ফিঞ্চ, কলিন মানরো ও ডেউইন মালান কে। যথারীাত র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছেন পাকিস্তানি বাবর আজম।
বোলারদের র্যাঙ্কিং এর শীর্ষ স্থানে কোন পরিবর্তন নেই। আফগান লেগ স্পিনার রশিদ খাঁন হালনাগাদ কৃত তালিকায় শীর্ষে ই রয়েছেন। দ্বিতীয় ও তৃতীয় স্থানে আগের মতো যথাক্রমে মুজিবুর রহমান ও মিচেল স্যান্টনার রয়েছেন। অলরাউন্ডার র্যাঙ্কিং এ কোন পরিবতর্ন নেই। শীর্ষে আছেন মোহাম্মদ নবী। এরপর গ্ল্যান ম্যাক্সওয়েল ও শন উইলিয়ামস।