শ‌ফিউ‌লের বোলিং তাণ্ডব, শতক তুলে নিয়েছেন রাব্বি

শোয়েব আক্তার »

বি‌সিএ‌লে সাউথ‌জোনের হ‌য়ে বো‌লিং কর‌তে এসে প্রথম ওভা‌রেই চার উইকেট নি‌লেন পেসার শ‌ফিউল ইসলাম! সাউথ‌জোন থে‌কে ২৬২ রা‌নে পি‌ছি‌য়ে থে‌কে ‌নর্থ‌জোন তা‌দের প্রথম ইনিংস শুরু করার আগেই হুড়মুড় ক‌রে ভে‌ঙ্গে প‌ড়ে টপ ওর্ডার। এর পেছ‌নের মূল কারণ, শ‌ফিউ‌লের বিধ্বংসী প্রথম ওভার।

ঘ‌রোয়া লিগের রান মে‌শিন ও জাতীয় দ‌লের তারকা ক্রি‌কেটার লিটন দাস কে কিছু বু‌ঝে উঠার আগেই ইনিংস ও নি‌জের প্রথম ব‌লে এল‌বি ডব্লি‌উ’র শিকার বানান শ‌ফিউল। ওয়ান ডাউ‌নে খেল‌তে নামা জুনা‌য়েদ সি‌দ্দি‌কি প‌রের ব‌লে দুই রান নি‌লেও তৃতীয় ব‌লে তাঁ‌কে বোল্ড ক‌রে সাজঘ‌রে ফেরত পাঠান তি‌নি।

ওভা‌রের চতুর্থ ব‌লে মিজানুর রহমান কে ও বোল্ড ক‌রে হ্যা‌ট্রি‌কের সম্ভাবনা জা‌গি‌য়ে তু‌লেন শ‌ফিউল। ত‌বে নাইম ইসলাম তা হ‌তে দেন নি। পঞ্চম ব‌লে দুই রান নি‌য়ে শ‌ফিউল কে হ্যা‌ট্রিক ব‌ঞ্চিত কর‌লেও শেষ ব‌লে তাঁ‌কে বোল্ড ক‌রে চতুর্থ উইকেট তু‌লে‌ নেন শ‌ফিউল!

প্রথম ওভার শে‌ষে নর্থজো‌নের সংগ্রহ দাঁড়ায় ৪ রা‌নে ৪ উইকেট! শ‌ফিউ‌লের বো‌লিং ফিগার ও একই। শেষ খবর পাওয়া পর্যন্ত নর্থ‌জোন ৪ উইকে‌টের বি‌নিম‌য়ে ৩৪ রান নি‌য়ে ব্যাট কর‌ছে। র‌ণি তালুকদার ১৯ ও সানজামুল ইসলাম ১১ রা‌নে অপরা‌জিত থে‌কে ব্যা‌টিং কর‌ছেন।

এর আগে ফজ‌লে মাহমু‌দের ১২৫ রা‌নের দূর্দান্ত ইনিং‌সের উপর ভর ক‌রে ‌নি‌জেদের প্রথম ইনিং‌সে ২৬২ রান সংগ্রহ ক‌রে সাউথ‌জোন। ফজ‌লে মাহমুদ ছাড়া অন্য কোন ব্যাটসম্যান ব্যাট হা‌তে তেমন সু‌বিধা কর‌তে পা‌রেন নি। দ্বিতীয় স‌র্বোচ্চ ৩১ রান আসে মাহমুদুল্লাহ রিয়া‌দের ব্যাট থে‌কে।

নর্থ‌জো‌নের হ‌য়ে সুমন খাঁন ৬৭ রা‌নের বি‌নিম‌য়ে ৩ টি, ইবাদত হো‌সেন ৫১ রা‌নে ২ টি, তাস‌কিন আহ‌মেদ ৩৩ রা‌নের বি‌নিম‌য়ে ২টি, আরিফুল হক ৩০ রা‌নের বি‌নিম‌য়ে ২ টি ও তানভীর হায়দার ৩১ রা‌নের বি‌নিম‌য়ে ১‌টি উইকেট লাভ ক‌রেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »