শ্রীলঙ্কা সিরিজে ফিরতে চান সাদমান!

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

অস্ট্রেলিয়া থেকে অস্ত্রোপচার করে আসা টাইগার ওপেনার সাদমান ইসলাম এই মুহুর্তে পুরোপুরি ফিট।ইতিমধ্যে মাঠের অনুশীলনও শুরু করেছেন তিনি। দীর্ঘদিন ক্রিকেটার বাইরে থাকা সাদমান আসন্ন শ্রীলঙ্কা সিরিজ দিয়ে মাঠে ফিরতে মুখিয়ে আছেন।

চোটভীতি ও করোনার কারনে দীর্ঘদিন অনুশীলনের বাইরে থাকা সাদমান বিসিবির নির্দেশনা অনুযায়ী অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে আবারো জাতীয় দলের হয়ে মাঠে ফেরার লক্ষ্যে অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন এই ওপেনার।

গনমাধ্যমের সাথে আলাপকালে সাদমান জানান: হাতের অবস্থা ভাল হওয়ায় নেটে ব্যাটিং অনুশীলন শুরু করেছি। রিহ্যাবের সময় আমাকে যে কাজ ও নির্দেশনা দেওয়া হয়েছিল,সেগুলো করার চেষ্টা করছি।
প্রথম আড়াই মাস সেইভাবে কাজ করার পর ব্যাটিং ড্রিল করতাম। এখন অনুশীলনের সুযোগ হওয়ায় প্রস্তুতিটা আরো ভাল হচ্ছে।

সাদমান আরো যোগ করেন: প্রথম দিন ব্যাটিং অনুশীলনের আগে একটু ভয় কাজ করছিল। পরবর্তীতে ব্যাটিংয়ে কোন সমস্যা হয়নি। আগের মতোই ব্যাট করতে পারছি। সামনে আমাদের সিরিজ আছে। আশা করছি খেলা শুরু হলে বেশ ভালভাবে শুরু করতে পারবো।

নিউজক্রিকেট / ইফতি মারুফ

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »