নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »
স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজকে সামনে রেখে শনিবার সন্ধ্যায় শ্রীলঙ্কা পৌঁছায় বাংলাদেশ দলের একাংশ। এরপর রাতে ভারত থেকে শনিবার রাতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তাইজুল ইসলাম ও তাসকিন আহমেদ। আর রবিবার দলের সাথে যোগ দিয়েছেন রুবেল হোসেন।
ঘরের মাঠে রবিবার চট্টগ্রামে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে আনঅফিসিয়াল দ্বিতীয় ওয়ানডে খেলেছেন শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াডে থাকা মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, এনামুল হক বিজয় ও ফরহাদ রেজা। তারা আজ সোমবার শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দিবেন।
এদিকে গতকাল রবিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কলম্বোতে ঘাম ঝরিয়েছে স্কোয়াডের ৯ জন। দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজনের তত্ত্বাবধানে প্রথমে স্ট্রেচিং, এরপর ফিল্ডিং অনুশীলন শেষে নেটে ব্যাট ও বল হাতে লম্বা সময় নেটে কাটান তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজের প্রথমটি আগামী ২৬ জুলাই কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ২৯ জুলাই দ্বিতীয় এবং তৃতীয় ম্যাচটি আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। সিরিজ শুরুর আগে আগামীকাল ২৩ জুলাই (মঙ্গলবার) একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।