শ্রীলঙ্কান দলকে ভিভিআইপি নিরাপত্তা

নিউজ ক্রিকেট ২৪ ডেস্ক »

শ্রীলঙ্কান দলকে নিরাপত্তা দিচ্ছে ৩০টির অধিক পুলিশি গাড়ির সাথে আছে এম্বুলেন্সও। ২০০৯ সালের এই শ্রীলংকা দলের উপর হামলা হওয়ার ১০ বছর পরে আবারও সেই দেশেই সফর করেছেন লংকান দল। আর এতেই রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী।

দীর্ঘদিন পর আবারও পাকিস্তানে ফিরেছে ক্রিকেট। তাই আবারও পুরোদমে পাকিস্তানে ক্রিকেট ফেরাতে মরিয়া দেশটি। তাই লংকান ক্রিকেট দলকে দিচ্ছেন কঠোর নিরাপত্তা আর এতে যাতায়াতের সময় থাকছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। যাতায়াতের পথেও রয়েছে প্রায় ৩০টির অধিক পুলিশি যানবাহনের সাথে আছে এম্বুলেন্সও।

গত ৩০শে সেপ্টেম্বর রাতে গৌতম গাম্ভিরের একটি টুইট ভিডিওতে দেখা যায় ক্রিকেটারদের এই নিরাপত্তার দৃশ্য। টুইটে গাম্ভির বলেন, ” কাশ্মীর নিয়ে এতো বেশী কথা বলেছে যে, করাচির কথা ভুলে গিয়েছে”। আর এ ভিডিওটি দেখার পরে ভারতীয় সমর্থক থেকে শুরু করে ভিডিওটি ধারন করা ব্যাক্তিও হাসি থামাতে পারেননি।

ভিডিও ধারণকারী ঠাট্টা করে বলেন, “যদি কিছু হয়ে যায় পিছনে এম্বুলেন্স তৈরি আছে” গৌতম গাম্ভিরের করা টুইটটি এখন পর্যন্ত ৪ লক্ষাধিক মানুষ দেখেছেন।

নিউজটি বন্ধুদের সাথে শেয়ার করুন »

মন্তব্য করুন »